• facebook
  • twitter
Friday, 5 December, 2025

হাসপাতাল থেকে ছাড়া পেলেন খাড়গে

গত মঙ্গলবার শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। বুধবার তাঁর হৃদযন্ত্রে পেসমেকার বসানো হয়।

প্রতিনিধিত্বমূলক চিত্র

সফল অস্ত্রোপচার শেষে শুক্রবার হাসপাতাল থেকে ছাড়া পেলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। এর আগে গত মঙ্গলবার শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। বুধবার তাঁর হৃদযন্ত্রে পেসমেকার বসানো হয়। চিকিৎসকরা জানিয়েছেন বর্তমানে খাড়গের অবস্থা স্থিতিশীল। জানা গিয়েছে, দ্রুতই কাজে ফিরবেন তিনি।

সুস্থ হয়ে বাড়ি ফেরার পর দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের ধন্যবাদ জানান খাড়্গে। সমাজমাধ্যমে তিনি লেখেন, ‘কংগ্রেসের কর্মী, নেতা ও সমর্থকদের আন্তরিক শুভেচ্ছার জন্য ধন্যবাদ। আমি শীঘ্রই কাজে যোগ দেব’। তাঁর ছেলে তথা কর্ণাটকের আইটি মন্ত্রী প্রিয়ঙ্ক খাড়গে জানিয়েছেন, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ৩ অক্টোবর থেকে রাজনৈতিক কার্যক্রম শুরু করতে পারবেন খাড়গে।

Advertisement

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর সুস্থতা প্রার্থনা করে এক্স হ্যান্ডলে লেখেন, ‘খাড়গেজির সঙ্গে কথা বললাম। স্বাস্থ্য সম্পর্কে জানলাম এবং দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করছি। তাঁর দীর্ঘায়ু ও সুস্থতার কামনা করি।’ কংগ্রেস সূত্রে খবর, আগামী ৭ অক্টোবর তিনি নাগাল্যান্ডের কোহিমায় একটি জনসভায় উপস্থিত থাকবেন।

Advertisement

Advertisement