• facebook
  • twitter
Friday, 5 December, 2025

বাংলার পথেই বিজেপির মোকাবিলা করবে মহারাষ্ট্র: উদ্ধব

বাংলার পথেই বিজেপির মোকাবিলা করবে মহারাষ্ট্র।' নরেন্দ্র মোদি - অমিত শাহদের তার চ্যালেঞ্জ ছুঁড়ে তিনি বলেন, 'ক্ষমতা থাকলে আমার সরকার ফেলে দেখান।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে (File Photo: Twitter/@ShivSena)

‘সরকার ফেলার ষড়যন্ত্র চালাচ্ছে বিজেপি’ এই অভিযোগ তুললেন মহারাষ্ট্র রাজ্যের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। শুধু তাই নয়, মুম্বই থেকে মাদক উদ্ধার এবং শাহরুখ পুত্রকে গ্রেফতারে রয়েছে বিজেপির ষড়যন্ত্র বলে মনে করছেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে।

তবে পাশাপাশি জানিয়েছেন, ‘বাংলার পথেই বিজেপির মোকাবিলা করবে মহারাষ্ট্র।’ নরেন্দ্র মোদি – অমিত শাহদের তার চ্যালেঞ্জ ছুঁড়ে তিনি বলেন, ‘ক্ষমতা থাকলে আমার সরকার ফেলে দেখান।’ চলতি বছরের গত সেপ্টেম্বরে আদানি গোষ্ঠী পরিচালিত গুজরাতের মুদ্রা বন্দর থেকে প্রায় ৩,০০০ কিলোগ্রাম মাদক উদ্ধার হয়েছিল। যার বাজারমূল্য প্রায় ১৯ হাজার কোটি টাকা।

Advertisement

সেই প্রসঙ্গ তুলে উদ্ধবের প্রশ্ন, ‘মাদক কি শুধু মহারাষ্ট্রে উদ্ধার হচ্ছে?’ মহারাষ্ট্র পুলিশ সম্প্রতি অভিযান চালিয়ে ১৫০ কোটি টাকার মাদক উদ্ধার করেছে বলে জানিয়ে উদ্ধব আরিয়ান-কাণ্ডে কেন্দ্রীয় সংস্থা নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)-র ভূমিকা নিয়ে খোঁচা দেন।

Advertisement

Advertisement