• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

রাজনৈতিক সমাবেশ নিয়ে নির্দেশিকা মাদ্রাজ হাই কোর্টের

এসওপি তৈরির নির্দেশ দিয়েছে মাদ্রাজ হাইকোর্ট। সেই নির্দেশে বলা হয়েছে রাজ্যজুড়ে রাজনৈতিক সমাবেশের জন্য নির্দিষ্ট নিয়মাবলি তৈরি করতে হবে ১০ দিনের মধ্যে

কারুরে রাজনৈতিক সমাবেশে পদপিষ্টের ঘটনার পর সোমবার তামিলনাড়ু সরকারকে নতুন নির্দেশ দিয়েছে মাদ্রাজ হাইকোর্ট। এসওপি তৈরির নির্দেশ দিয়েছে মাদ্রাজ হাইকোর্ট। সেই নির্দেশে বলা হয়েছে রাজ্যজুড়ে রাজনৈতিক সমাবেশের জন্য নির্দিষ্ট নিয়মাবলি তৈরি করতে হবে ১০ দিনের মধ্যে।

এর আগে ২৭ সেপ্টেম্বর মাসে করুরে অভিনেতা বিজয়ের রাজনৈতিক দল টিভিকে-র সমাবেশে প্রায় ৩০ হাজার সমর্থক জড় হয়েছিলেন। সেখানেই মর্মান্তিক পদপিষ্টের ঘটনা ঘটে। ঘটনার জেরে ৪১ জনের মৃত্যু হয়। পাশাপাশি আহত হন ৬০ জন। ঘটনাকে কেন্দ্র করে উত্তাল তামিলনাড়ুর রাজনীতি। টিভিকে ও বিজয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। ঘটনার পরে মাদ্রাজ হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়।

Advertisement

সেখানে রাজনৈতিক সমাবেশ এবং মিছিলের জন্য নির্দেশাবলি তৈরির দাবি জানানো হয়। প্রধান বিচারপতি মণীন্দ্র মোহন শ্রীবাস্তব এবং বিচারপতি জি আরুল মুরুগানের বেঞ্চ এই মামলাটি ১১ নভেম্বর পর্যন্ত স্থগিত রেখেছে। আদালত নিজের পর্যবেক্ষণে বলেছে, রাজনৈতিক দলগুলি-সহ সকলেই এসওপি সম্পর্কে নিজেদের মতামত দিতে পারে সরকারের কাছে।

Advertisement

অন্যদিকে, তামিলনাড়ু সরকার জানিয়েছে, ইয়তিমধ্যেই নির্দেশাবলির খসড়া তৈরি করার কাজ শুরু হয়েছে। সরকারের দাবি, কিছু রাজনৈতিক দল সহযোগিতা করছে না বলে নির্দেশাবলির কাজ সম্পূর্ণ করা এখনও সম্ভব হয়নি। কারুরে পদপিষ্টের ঘটনার জন্য বিজয় থলপতিকে ‘দায়িত্বজ্ঞানহীন’ বলে তিরস্কার করেছে মাদ্রাজ হাই কোর্ট।

Advertisement