• facebook
  • twitter
Friday, 5 December, 2025

সোনিয়ার মন্তব্যকে ঘিরে উত্তপ্ত লোকসভা

সংসদের বাজেট অধিবেশনের শেষ দিন 

প্রতিনিধিত্বমূলক চিত্র

প্রবল উত্তেজনার মধ্যে শেষ হল সংসদের বাজেট অধিবেশন। সংসদের শেষ দিনেও কিছুক্ষণের জন্য মুলতুবি করতে হয় লোকসভার অধিবেশন। লোকসভার পাশাপাশি শুক্রবার শেষ হয়েছে রাজ্যসভার অধিবেশনও। সোনিয়া গান্ধীর এক মন্তব্যকে ঘিরে শুক্রবার সভার শুরুতেই উত্তপ্ত হয়ে ওঠে সংসদ। প্রসঙ্গত, বৃহস্পতিবার দলীয় সাংসদদের সঙ্গে এক বৈঠকে কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপার্সন বলেন, বুলডোজার প্রয়োগ করে ওয়াকফ বিল পাশ করানো হয়েছে।
তাঁর দাবি, ওয়াকফ বিলের কোনও সাংবিধানিক বৈধতা নেই। এই বিষয়ে কংগ্রেসের অবস্থানও স্পষ্ট। কংগ্রেস মনে করে, ওয়াকফ সংশোধনী বিল ভারতীয় সংবিধানের উপর একটি নির্লজ্জ আক্রমণ। সমাজে মেরুকরণকে স্থায়ী করতে বিজেপি এই ধরণের কৌশলের আশ্রয় নিয়েছে। 
 
শুক্রবার সভা শুরু হতেই সোনিয়া গান্ধীর এই মন্তব্যকে ঘিরে উত্তেজনার সৃষ্টি হয়। তাঁর এই মন্তব্যকে দুর্ভাগ্যজনক বলেন লোকসভার স্পিকার ওম বিড়লা। সংসদের গৌরবময় ঐতিহ্যের সঙ্গেও এই ধরণের মন্তব্য মানানসই নয় বলে স্পিকার বলেন। পাল্টা এর প্রতিবাদে সরব হন কংগ্রেস সাংসদরা। ঘণ্টাখানেকের জন্য মুলতুবি হয়ে যায় সভা।
 
দুপুর বারোটা নাগাদ আবার শুরু হয় সভার কাজ। এরপর আনুষ্ঠানিকভাবে লোকসভার অধিবেশন অনির্দিষ্টকালের জন্য মুলতুবি ঘোষণা করেন স্পিকার। তার আগে এই অধিবেশনে কী কী কাজ হয়েছে তারও বিস্থারিত বিবরণ দেন তিনি। স্পিকার জানান, এবারের অধিবেশনে মোট ১৬টি বিল পাশ হয়েছে।কাজ হয়েছে ১১৮ শতাংশ, অর্থাত, অধিবেশনে বিতর্ক থেকে শুরু করে অন্যান্য কাজ এমনিতে যতটা হতে পারত তার চেয়েও বেশি হয়েছে।  প্রসঙ্গত, ওয়াকফ বিলকে নিয়ে চর্চা বৃহস্পতিবার সংসদে প্রায় শেষ রাত পর্যন্ত চলেছিল। সেই কারণেই স্পিকার বলেন, সভায় যতটা কাজ হতে পারত, তার থেকেও বেশি কাজ হয়েছে। 

Advertisement

Advertisement