লিওনেল মেসি আগামী দুই মাসের মধ্যে কলকাতায় আসতে পারেন।

Written by SNS August 7, 2023 10:56 am

TOPSHOT - Inter Miami's Argentine forward Lionel Messi celebrates scoring his team's third goal during the round of 32 Leagues Cup football match between Inter Miami CF and Orlando City SC at DRV PNK Stadium in Fort Lauderdale, Florida, on August 2, 2023. (Photo by GIORGIO VIERA / AFP)

কলকাতা:- লিওনেল মেসি আগামী দুই মাসের মধ্যে কলকাতায় আসতে পারেন বলে জানা গিয়েছে। তেমনই একটা সম্ভাবনা তৈরি হয়েছে। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী গোলকিপার এমি মার্টিনেজকে যিনি এনেছিলেন সেই স্পোর্টস প্রোমোটার শতদ্রু দত্ত এই বিষয় নিয়ে ভাবনাচিন্তা করছেন। সূত্রের খবর, জানা গিয়েছে, মেসি তো আছেই, এছাড়া আরও একজনকেও নিয়ে আসতে চাইছেন। এখনই তিনি কাউকে কিছু জানাতে চান না। তবে তিনিও বিশ্ব চ্যাম্পিয়ন। মনে করা হচ্ছে মেসির সঙ্গে আসতে পারেন কোচ লিওনেল স্ক্যালোনিও। মেসির আর্জেন্টিনার হয়ে অধিনায়ক হিসেবে অভিষেক হয়েছিল কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে। ২০১১ সালের সেপ্টেম্বর মাসে ভেনেজুয়েলার বিরুদ্ধে ম্যাচে মেসি দলনায়ক হিসেবে প্রথম ম্যাচ ছিল। ওই খেলায় মেসির দল জিতেছিল ৩-১ গোলে। তারপর আটলান্টিক মহাসাগর দিয়ে বহু জল গড়িয়ে গিয়েছে। মেসি যেমন বিশ্ব খেতাব এর মধ্যে মিস করেছেন। আবার কাতারে তাঁর সেই বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন পূরণও হয়েছে। সবাই জানেন মেসি ইংরাজিতে তেমন ভাল নন। মিয়ামিতে তিনি সেটি শিখছেন। তবে মেসির ভাষা হল স্প্যানিশ। তাই বাংলার ওই স্পোর্টস প্রোমোটার স্প্যানিশ শিখে মেসিকে আনতে চাইছেন। তিনি এর আগে পেলে, মারাদোনা, কাফুদের এনেছেন। তাঁর পক্ষে মেসির মতো মহাতারকা আনা অসম্ভব কিছু নয়। মেসি এখন যে ক্লাবে খেলছেন, সেখানে তাঁর নিজস্ব স্বাধীনতা রয়েছে। যা ছিল না ফ্রান্সের ক্লাবে। তাই মিয়ামি থেকে তাঁর ভারতে আসা সম্ভবই। বাংলাদেশও অবশ্য এই খবরের দিকে তাকিয়ে রয়েছে। মেসিসহ পুরো আর্জেন্টিনা দলের প্রতি গভীর ভালবাসা ও আবেগ রয়েছে ওপার বাংলারও। তাই মেসি কলকাতায় এলে বাংলাদেশও যেতে পারেন।