‘ভারতের বিচারব্যবস্থা চলে আইনের শাসনে, বুলডোজারের শাসনে নয়।’ মরিশাসে আয়োজিত মরিস রল্ট স্মারক বক্তৃতায় এমনই মন্তব্য করলেন ভারতের প্রধান বিচারপতি বি আর গাবাই। শুক্রবার বিচারব্যবস্থা বিষয়ক একটি সম্মেলনে যোগ দিয়েছিলেন তিনি। সেই অনুষ্ঠানে তাঁর বক্তৃতায় নিজের দেওয়া একটি রায়ের প্রসঙ্গ তুলে ধরে এই মন্তব্য করেন তিনি।
তাঁর মতে, ‘অভিযুক্তের বাড়ি ভেঙে দেওয়ার মাধ্যমে শাস্তি দেওয়া আইনসম্মত নয়। এতে আইনের শাসন লঙ্ঘিত হয় এবং সংবিধানের ২১ নম্বর অনুচ্ছেদে থাকা নাগরিকের আশ্রয়ের অধিকার ক্ষুণ্ণ হয়।’ তিনি আরও বলেন, ‘সংবিধান গ্রহণের পর ৭৫ বছরে ‘রুল অব ল’-এর ধারণা কেবল আইনি পরিভাষায় সীমাবদ্ধ নেই, এটি সমাজ, রাজনীতি ও শাসন ব্যবস্থার অংশ হয়ে উঠেছে।’
Advertisement
প্রধান বিচারপতির কথায়, ‘একজন প্রশাসক বা আধিকারিক কখনওই বিচারক বা বিচারপতির ভূমিকা গ্রহণ করতে পারেন না।’ তিনি আরও বলেন, ‘সংবিধান কার্যকর হওয়ার পর গত কয়েক দশক ধরে আইনি প্রক্রিয়াতেও নানা বদল ঘটেছে। পরিস্থিতি সাপেক্ষে বিচারব্যবস্থাতেও অনেক বদল আনা হয়েছে। যা দিন শেষে গণতন্ত্রকেই নিশ্চিত করেছে।’
Advertisement
শুক্রবারের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মরিশাসের রাষ্ট্রপতি ধরমবীর গোকহুল, প্রধানমন্ত্রী নবীনচন্দ্র রামগোলাম ও সেখানকার প্রধান বিচারপতি রেহানা মঙ্গল গুলবুল।
Advertisement



