মােদিকে দুষে কৃষক বিক্ষোভে অংশগ্রহণকারী আইনজীবী আত্মঘাতী

কৃষক বিক্ষোভের জের, প্রধানমন্ত্রীকে দুষে আন্দোলনে অংশ নেওয়া পাঞ্জাবের এক আইনজীবী আত্মঘাতী হলেন।

Written by SNS New Delhi | December 28, 2020 1:02 pm

কৃষক আন্দোলন (File Photo: IANS)

কৃষক বিক্ষোভের জেরে , প্রধানমন্ত্রীকে দুষে আন্দোলনে অংশ নেওয়া পাঞ্জাবের এক আইনজীবী আত্মঘাতী হলেন। পঞ্জাবের জালালাবাদের বাসিন্দা ওই ব্যক্তির নাম অমরজিৎ সিংহ। রবিবার টিকরি সীমানার কাছে বিষ খেয়ে আত্মঘাতী হন তিনি। 

সংবাদসংস্থা পিটিআই জানাচ্ছে, অমরজিৎকে রােহতকের পিজিআইএমএস-এ নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে মৃত ঘােষণা করা হয়। 

প্রসঙ্গক্রমে, কৃষকদের বিক্ষোভের জেরে এই নিয়ে মােট তিনটি আত্মহত্যার ঘটনা ঘটল। কিছু দিন আগেই সন্ত রাম সিং গুলি চালিয়ে আত্মঘাতী হন। বিক্ষোভ থেকে ফিরে ২২ বছরের এক কৃষক বাড়িতে আত্মহত্যা করেন। পঞ্জাবের ৬৫ বছরের এক কৃষক বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। 

পুলিশ সূত্রে জানানাে হয়েছে, মৃত্যুর আগে ওই ব্যক্তি একটি চিঠি লেখেন। জানা গিয়েছে, চিঠিতে লিখেছেন, কৃষকদের বিক্ষোভকে সমর্থন জানিয়ে তিনি নিজের প্রাণ দিলেন। তাঁর বক্তব্য, ৩ টি কৃষি আইন করে সরকার সাধারণ মানুষ এবং কৃষকদের সঙ্গে তঞ্চকতা করেছে। এর ফলে কর্পোরেট শ্রেণি উপকৃত হবে। কৃষকরা আরও বঞ্চিত হবেন। তিনি আত্মহত্যা করছেন, সেই কারণে যাতে এরপর সরকার কৃষকদের কথা শােনে।