• facebook
  • twitter
Sunday, 26 January, 2025

সোনমার্গে জঙ্গি হামলার দায় স্বীকার করল লস্কর-ই-তৈবা

জম্মু ও কাশ্মীরের গান্ডেরবাল জেলার সোনমার্গে নির্মীয়মান সুড়ঙ্গে জঙ্গি হামলার দায় স্বীকার করল পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার শাখা টিআরএফ। রবিবারের জঙ্গি হামলায় এখনও পর্যন্ত আট জনের মৃত্যু হয়েছে। এঁদের মধ্যে সাত জন পরিযায়ী শ্রমিক এবং এক জন চিকিৎসক। সংবাদ সংস্থা সূত্রে খবর, এই হামলার মাস্টারমাইন্ড তথা টিআরএফ প্রধান সাজ্জাদ গুল পাকিস্তানে বসে গোটা ঘটনার ছক কষেছিল।