তুষারঝড়ের আশঙ্কায় কমলা সতর্কতা জারি কাশ্মীরে

Written by SNS February 5, 2024 6:13 pm

জম্মু, ৫ ফেব্রুয়ারি– মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, ভারী তুষারপাত হতে পারে কাশ্মীরে৷ এর জেরে আজ তুষারধস নামতে পারে উপত্যকায়৷ স্থানীয়দের প্রয়োজন ছাড়া বাডি়র বাইরে বেরোতে নিষেধ করা হয়েছে৷ ভারী তুষারপাত হচ্ছে জম্মু-কাশ্মীরে৷ প্রবল শৈত্যপ্রবাহে তাপমাত্রা নেমেছে হিমাঙ্কের নীচে৷ বরফে ঢেকেছে রাস্তাঘাট, বাডি়ঘর৷ মৌসম ভবন জানাচ্ছে, দুর্যোগের আশঙ্কা রয়েছে কাশ্মীর-সহ উত্তর ভারতের তিন রাজ্যে৷ ভারী তুষারপাতের পাশাপাশি তুষারঝডে়র সম্ভাবনাও আছে৷ তুষারধস নামতে পারে কাশ্মীরে৷ হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড এবং সিকিমের উঁচু এলাকাতে ভারী বৃষ্টির তুষারপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে৷ জারি হয়েছে কমলা সতর্কতা৷

চলতি মরশুমে শীত পড়তেই ভিড় বাড়তে শুরু করেছে ভূস্বর্গে৷ কেন্দ্রের দেওয়া তথ্য অনুযায়ী, এবার রেকর্ড পর্যটক প্রত্যক্ষ করেছে কাশ্মীর৷ শুধু গুলমার্গ নয়, পহেলগ্রাম এবং ডাল লেকেও সমস্ত হোটেল গোটা শীতের মরশুমের জন্য বুক৷ তবে এবার বরফ পড়তে দেরি হয়েছে৷ বরফশূন্য গুলমার্গের ছবি পোস্ট করে পর্যটকরা লিখছিলেন, শুকনো খটখট করছে গুলমার্গ, শোনমার্গ৷ কাশ্মীরের স্থানীয়রাও বলছিলেন, বহু বছরেও এমন শুকনো বরফহীন গুলমার্গ দেখা যায়নি৷ তবে এবার সেই আশা পূরণ হয়েছে৷ কনকনে ঠান্ডা শৈত্যপ্রবাহের সঙ্গেই বরফ পড়ছে কাশ্মীরে৷ ঢেকে যাচ্ছে বাডি়ঘর, রাস্তাঘাট৷ জাতীয় সড়ক-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা বরফের পডে় বন্ধ হয়ে গিয়েছে৷ শনিবারই কাশ্মীরের নানা প্রান্তে তাপমাত্রা ছিল মাইনাস ১.৭ ডিগ্রি সেলসিয়াস৷ পহেলগাঁওতে পারদ নেমেছিল মাইনাস ৮.৩ ডিগ্রিতে৷ মৌসম ভবনের পূর্বাভাস জম্মু-কাশ্মীরের আটটি জেলায় তুষারধসের সম্ভাবনা আছে৷ বান্দিপোরা, বারামুল্লা, গান্দেরওয়াল, কুপওয়ারা, ডোডা, কিশতওয়ার, পুঞ্চ ও রামবান জেলায় তুষারধসের সম্ভাবনা আছে৷