বছরের পর বছর ধরে অধরাই থেকে গিয়েছিলেন তিনি। শেষমেশ পুলিশের জালে ধরা পড়লেন দিল্লির ‘লেডি ডন’ জোয়া খান। পুলিশ সূত্রে খবর, ২৭০ গ্রাম হেরোইন-সহ তাঁকে হাতেনাতে ধরেছে দিল্লি পুলিশ। বাজেয়াপ্ত হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি টাকা। জোয়া কুখ্যাত গ্যাংস্টার হাশিম বাবার স্ত্রী। দীর্ঘদিন ধরে পুলিশের সন্দেহের তালিকায় থাকলেও জোয়ার নাগাল পাওয়া যাচ্ছিল না। মাদক পাচার মামলায় ধরা পড়ে আপাতত তিহাড় জেলে বন্দি হাশিম। তবে তিনি জেলে গেলেও তাঁর কাজ কারবার থেমে থাকেনি।
পুলিশ প্রশাসনের নজর এড়িয়ে রমরমিয়ে ব্যবসা বজায় রেখে গিয়েছেন জোয়া। নিজের সাম্রাজ্য চালাতে জোয়া নানা অপরাধমূলক কাজ চালিয়ে গেলেও কোনও অপরাধের সঙ্গে যুক্ত থাকার প্রমাণ মিলছিল না। ফলে পুলিশের সন্দেহের তালিকায় থাকলেও কোনও কঠিন ধারায় তাঁর বিরুদ্ধে মামলা রুজু করা যায়নি।
পুলিশ তাঁর নাম দিয়েছে ‘লেডি ডন’। প্রকৃত নাম জোয়া খান। শুক্রবার ২৭০ গ্রাম হেরোইন-সহ পুলিশের হাতে ধরা পড়েছেন তিনি। ২০১৭ সালে হাশিম বাবার সঙ্গে বিয়ে হয় তাঁর। হাশিম গ্রেপ্তার হলে অপরাধ জগতের নেতৃত্ব যায় জোয়ার হাতে।