পুজোর মুখে পর্যটকদের জন্য খুশির খবর। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে সোমবার (৯ সেপ্টেম্বর) থেকে খুলছে সিকিমের লাচুং। শনিবার মংগন জেলা প্রশাসনের এক উচ্চপর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে রাস্তা বিপজ্জনক অবস্থায় থাকায় এবং বর্ষা পুরোপুরি বিদায় না নেওয়ায় লাচেনে পর্যটক প্রবেশে এখনও নিষেধাজ্ঞা জারি থাকছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, রবিবার থেকেই লাচুং সফরের জন্য পারমিট ইস্যু করা হয়। পারমিট সেলের ইনচার্জ রোশন প্রধান বলেন, ‘সোমবার থেকে লাচুং খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রবিবার থেকে পর্যটকরা পারমিটের জন্য আবেদন করছেন।’
Advertisement
প্রসঙ্গত, চলতি বছরের মে মাসের শেষে উত্তর সিকিম খুলে দেওয়া হলেও জুন মাসের গোড়ায় লাগাতার ধসের জেরে ফের বন্ধ হয়ে যায় লাচেন ও লাচুং। ছাতেন সেনাছাউনিতে ধসে নিখোঁজ হন ছয়জন সেনা জওয়ান, যাদের মধ্যে তিনজনের মৃতদেহ উদ্ধার হয়। এর পরেই ফের জারি হয় নিষেধাজ্ঞা।
Advertisement
পুজোর আগেই পর্যটনের মৌসুম ধরতে উত্তর সিকিম খুলে দেওয়ার দাবিতে পর্যটন মহলে জোরালো সুর শোনা যাচ্ছিল। অবশেষে লাচুং খুলে যাওয়ায় কিছুটা স্বস্তি ফিরেছে। পর্যটন ব্যবসায়ীদের আশা, পুজোর ছুটিতে পর্যটকের আনাগোনায় কিছুটা হলেও ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব হবে।
তবে লাচেন এখনও বন্ধ থাকায় হতাশা রয়ে গিয়েছে। বারবার ধস এবং রাস্তা বিপর্যস্ত হওয়ায় সেখানে পর্যটকদের প্রবেশ ঝুঁকিপূর্ণ বলে মনে করছে প্রশাসন। গত ১৯ অগাস্ট পাহাড় কাটার সময় ধসে প্রাণ হারান তিনজন শ্রমিক। এই অবস্থায় লাচেন কবে খুলবে, তা এখনও অনিশ্চিত।
এদিকে, পর্যটনে বাড়তি উৎসাহ যোগাচ্ছে হোটেল ভাড়ায় জিএসটি ছাড়। ৭,৫০০ টাকার মধ্যে হোটেল ভাড়ার ক্ষেত্রে জিএসটি ১২ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। ফলে মধ্যবিত্ত পর্যটকদের জন্য বেড়াতে যাওয়ার খরচ অনেকটাই কমবে বলে মনে করছেন পর্যটন ব্যবসায়ীরা। পাহাড়, ডুয়ার্স-সহ বিভিন্ন গন্তব্যে পর্যটক সংখ্যা বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
Advertisement



