গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত মহারাষ্ট্রের কোলাপুরের সিদ্ধার্থনগর এলাকা। শুক্রবার গভীর রাতে স্থানীয় এক ক্লাবের অনুষ্ঠানে উচ্চস্বরে গান বাজানোকে কেন্দ্র করে শুরু হওয়া বিবাদ মুহূর্তে ভয়ংকর আকার নেয়। বচসা থেকে হাতাহাতি, আর রাত ১০টা নাগাদ পরিস্থিতি গড়ায় চূড়ান্ত সংঘর্ষে।
দু’পক্ষের মধ্যে চলে ইট-পাথরের বৃষ্টি, অন্তত দু’টি গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। পাশাপাশি আরও ৮ থেকে ১০টি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। সংঘর্ষে অন্তত ১০ জন গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
Advertisement
পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্থানীয় ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে অনুষ্ঠান চলছিল। উচ্চস্বরে গান বাজানো নিয়ে স্থানীয়দের আপত্তি থেকে ঝামেলার সূত্রপাত। কিছুক্ষণের মধ্যেই দুই গোষ্ঠীর মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
Advertisement
সংঘর্ষের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী। রাতভর টহল ও কড়া নজরদারি চালানোর পর শনিবার সকাল নাগাদ পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। কোলাপুরের এসপি জানিয়েছেন, “উত্তেজনার বশে ঘটনা ঘটেছে। দুই গোষ্ঠীর নেতাদের সঙ্গে কথা বলা হয়েছে, যাতে নতুন করে অশান্তি না হয়। গুজবে কান না দিতে সকলকে অনুরোধ জানাচ্ছি।”
বর্তমানে এলাকায় কড়া পুলিশি টহল চলছে এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
Advertisement



