• facebook
  • twitter
Friday, 5 December, 2025

বিহারে প্রথম দফার ভোট: ২০২৫–এর রাজনৈতিক অভিমুখ কোন পথে?

নজরে তারকাখচিত আসনের লড়াই

প্রতিনিধিত্বমূলক চিত্র

এবার বড় রাজনৈতিক পরীক্ষার মুখে বিহার। আগামী ৬ নভেম্বর ১৮ জেলার ১২১টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ হবে। ইতিমধ্যে প্রচারপর্ব শেষ হয়েছে এইসব কেন্দ্রে। এই ভোট হচ্ছে দুই দফায়। দ্বিতীয় দফা ভোটগ্রহণ হবে নভেম্বরের ১১ তারিখে।

প্রচার শেষ হলেও আপাত নিস্তব্ধতার মধ্যে ক্ষমতা ধরে রাখতে মরিয়া শাসক এনডিএ জোট— বিজেপি, জনতা দল (ইউনাইটেড), লোক জনশক্তি পার্টি (রামবিলাস), হিন্দুস্তানি আওয়াম মোর্চা এবং রাষ্ট্রীয় লোক মোর্চা। এই রাজনৈতিক দলগুলি ২০২০ সালের মতোই জনমতকে নিজেদের পক্ষে টানতে চাইছে।

Advertisement

অন্যদিকে, মহাগঠবন্ধন— আরজেডি, কংগ্রেস, ভিআইপি এবং বামপন্থী দলগুলি বিশ্বাস, জনমত এবার বদলাবে। গতবার তারা একশোরও বেশি আসনে জিতেছিল। এবার লক্ষ্য, ম্যাজিক ফিগার পেরোনো।

Advertisement

প্রথম দফায় রয়েছে এক হাজারেরও বেশি প্রার্থী। তবে কয়েকটি আসন সবচেয়ে বেশি নজর কেড়েছে, যেখানে মুখোমুখি তারকা প্রার্থী, রাজনৈতিক পরিবারের লড়াই, স্থানীয় ক্ষমতাশালী নেতা এবং প্রচারের মোড় ঘোরানো কিছু প্রশ্ন। তরুণদের কর্মসংস্থান, উন্নয়ন, নিরাপত্তা— সবই এই নির্বাচনকে একসুরে বেঁধে দিয়েছে। প্রথম দফার নির্বাচনে সবচেয়ে আলোচিত কয়েকটি কেন্দ্র ও প্রতিদ্বন্দ্বীদের তালিকা নিচে তুলে ধরা হল—

আরাহ:
এই কেন্দ্র সব সময়েই জাতপাতের সমীকরণ প্রাধান্য পায়। শাসকপক্ষ, বিরোধী শিবির— দুই পক্ষই আরাহকে দলের মর্যাদা রক্ষার লড়াই বলে মনে করে। সেজন্য প্রথম দফায় এই কেন্দ্র রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

নবাদা:
যুব সমাজে ভোট, উন্নয়ন এবং কর্মসংস্থানের দাবিতে সবচেয়ে বেশি চর্চায় নবাদা। বিরোধী শিবিরের অন্যতম প্রধান মুখ কৌশল যাদব এখানে ভোটের বড় লড়াইয়ে নেমেছেন।

গয়া (শহর):
গয়ার শহরের কেন্দ্রে ধর্মীয় ও সামাজিক সমীকরণ বড় ভূমিকা নেয়। বহু নির্বাচনে এই কেন্দ্রটি রাজ্যের প্রতিচ্ছবি হিসেবে পরিচিত। এবারও এই কেন্দ্র ঘিরে উত্তেজনা প্রবল।

হিলসা:
রাজনৈতিক পালাবদলের কেন্দ্র হিসেবে পরিচিত হিলসা। কোন পক্ষ দখল বজায় রাখতে পারে, তা দেখার অপেক্ষায় স্থানীয় মানুষজন।

বিক্রম: 
এই কেন্দ্র কৃষি, মূল্যবৃদ্ধি ও কর্মসংস্থানের ইস্যুতে যথেষ্ট চর্চায় রয়েছে। এখানকার ভোটে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে।

প্রথম দফার ভোটের আগে সব দলই এই কেন্দ্রগুলোতে বাড়তি নজর দিচ্ছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, যেসব কেন্দ্রের ফল প্রথম দফাতেই স্পষ্ট বার্তা দেবে। সেগুলিই পরের পর্যায়ের ভোটে মানসিক প্রভাব ফেলবে। ভোটারদের মধ্যে এখন তীব্র কৌতূহল, ঠিক কোন কেন্দ্র থেকে শুরু হবে ২০২৫–এর রাজনৈতিক পালাবদল!

Advertisement