• facebook
  • twitter
Friday, 13 September, 2024

বোরখা নিষিদ্ধ হল কেরলের কলেজে

শিবসেনার মুখপত্রে প্রকাশিত আশঙ্কা উড়িয়ে দিয়ে এনডিএ শরিক রিপাবলিকান পার্টি অব ইন্ডিয়ার রামদাস আথাওয়ালে বলেছেন,'বােরখা ভারতীয় ঐতিহ্যের অঙ্গ,তাই তা নিষিদ্ধ করা উচিত নয়।'

প্রতীকী চিত্র (ছবি-Getty Images)

কেরলের মুসলিম এডুকেশন সােসাইটি তাঁদের কলেজে মুসলিম ছাত্রীদের বােরখা নিষিদ্ধ করল। সােসাইটির পক্ষে এক নােটিশে, কলেজে মুসলিম ছাত্রীদের বােরখায় মুখ ঢাকা দেওয়া থেকে বিরত থাকার নির্দেশ জারি করেছে।

আগের দিন শিবসেনার মুখপত্র সামনায় জাতীয় নিরাপত্তার খাতিরে মুসলিমদের বােরখায় মুখ ঢাকা দেওয়া থেকে বিরত থাকার আবেদনের প্রেক্ষিতেই মুসলিম সােসাইটি এই নির্দেশ জারি করেছে বলে বিশেষজ্ঞ মহলের ধারণা। কারণ হিসেবে সাম্প্রতিক শ্রীলঙ্কায় ইস্টার রবিবারে ব্যাপক প্রাণঘাতী। জঙ্গি নাশকতার প্রেক্ষিতে শ্রীলঙ্কা সরকারও বােরখা নিষিদ্ধ করেছে। সামনায় সম্পাদকীয় প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ‘রাবণের লঙ্কায় এই ঘটনা ঘটেছে, এখন রামের অযােধ্যায় কবে ঘটে তা দেখার।কারণ প্রধানমন্ত্রীর অযােধ্যা পরিদর্শন করার কথা।’

তবে শিবসেনার মুখপত্রে প্রকাশিত আশঙ্কা উড়িয়ে দিয়ে এনডিএ শরিক রিপাবলিকান পার্টি অব ইন্ডিয়ার রামদাস আথাওয়ালে বলেছেন, ‘বােরখা ভারতীয় ঐতিহ্যের অঙ্গ, তাই তা নিষিদ্ধ করা উচিত নয়।’

কিন্তু শ্রীলঙ্কা সরকার ইস্টার সানডেতে মর্মান্তিক নরঘাতী জঙ্গি হানায় আড়াইশাের বেশি মানুষের প্রাণ হারানাের পর দেশে সকল রকমের বােরখা এবং মুখ ঢাকা পােশাকের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে।
অন্যদিকে এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়াইসি, একটি সম্প্রদায়ের বিরুদ্ধে শিবসেনার মুখপত্রে সম্পাদকীয় প্রতিবেদনে ‘ইঙ্গিতপূর্ণ’ মন্তব্য করার জন্য ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন নির্বাচন কমিশনের কাছে। কারণ হিসেবে তিনি বলেছেন, এতে সমাজে বিভেদ সৃষ্টির চেষ্টা হচ্ছে। এর ফলে নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করা হয়েছে বলে দাবি করেছেন।