প্রসঙ্গত, দিল্লির আবগারি নীতি দুর্নীতি মামলার তদন্ত করছে ইডি ও সিবিআই। এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে আটবার সমন পাঠিয়েছিল ইডি। কিন্তু তিনি প্রতিবারই হাজিরা এড়িয়ে যান। বারবারই তিনি দাবি করেছেন আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার করার উদ্দেশ্য নিয়েই তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।