বিশ্বের সবচেয়ে পুরনো গণতন্ত্রে প্রেসিডেন্ট নির্বাচন। আর এই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে উত্তেজনার পারদ চরমে। দেশের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন করতে ভারতীয় স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যা থেকে শুরু হয় ভোটগ্রহণ। আগামী চার বছরের জন্য কে বসবেন প্রেসিডেন্ট পদে, প্রহর গুনছে গোটা বিশ্ব। এবার লড়াই মূলত রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বনাম ডেমোক্রাট প্রার্থী কমলা হ্যারিসের। আর এই হ্যারিসের জয় প্রার্থনা করেই সেজে উঠেছে ভারতের একটি ছোট্ট গ্রাম, যে গ্রামে রয়ে গেছে ডেমোক্রাট প্রার্থীর শিকড়। তামিলনাড়ুর তিরুবারুর জেলার এক অখ্যাত কমলা হ্যারিসের পৈতৃক গ্রাম। হ্যারিসের সাফল্য কামনা করে তৈরী হয়েছে বিশালাকৃতির ব্যানার, যেখানে হাসি মুখে কমলার উপস্থিতি সবার চোখে ধরা দিচ্ছে।