• facebook
  • twitter
Friday, 5 December, 2025

প্রিয়াঙ্কাকে নিয়ে বিজেপির কুমন্তব্য উত্তরপ্রদেশে

প্রিয়াঙ্কাকে নিয়ে বিজেপির কুমন্তব্য উত্তরপ্রদেশে । শাসক দলের কোনও মন্তব্যই টলাতে পারেনি প্রিয়াঙ্কা গান্ধি বঢরাকে।

জয়করণ গুপ্তা (ছবি-ইউটিউব)

গান্ধি পরিবারের সদস্যদের নিয়ে কুমন্তব্য করাটা বিজেপির রুটিন কাজ হয়ে গেছে। রাহুল গান্ধিকে ‘পাপ্পু’,’নামদার’ বলে কটাক্ষ করছে বিজেপি। সদ্য রাজনীতিতে আসা প্রিয়াঙ্কা গান্ধি বঢরার নাম সেই তালিকায় উঠে এল। উত্তরপ্রদেশের মেরটের এক জনসভায় বিজেপি নেতা জয়করণ গুপ্তা আজ বলেন,’ একজন কংগ্রেস নেতা জিজ্ঞাসা করেন আচ্ছে দিন কোথায়? তাদের জন্য আমার উত্তর স্কার্ট পরা মহিলা যখন শাড়ি মন্দিরে পুজো দেন বা যাঁরা গঙ্গাকে অবহেলা করত আগে, আর এখন তাঁরাই পবিত্র বলে পুজো করছেন। তাঁরা কি আচ্ছে দিন দেখতে পাচ্ছেন না।’জনসভায় ভাষণ দিতে গিয়ে বিতর্কিত মন্তব্য করে ফেলেছেন বুঝতে পারেন জয়করণ। নিজের বক্তব্য পালটে ফেলে তিনি বলেন, ‘এমন অনেক মানুষ করে থাকেন।এখন আপনারাই বুঝে নিন আমার বক্তব্যের সঙ্গে কার মিল পাচ্ছেন। ‘ রাজনীতিতে প্রবেশ করার পর থেকেই প্রিয়াঙ্কা গান্ধি বঢরাকে নিয়ে কুরুচিকর মন্তব্য করে চলেছে বিজেপি। এর আগে প্রিয়াঙ্কাকে নিয়ে উত্তরপ্রদেশের বিজেপি বিধায়ক হরিশ দ্বিবেদী বলেছিলেন, ‘দিল্লিতে জিনস ও টপ পড়ে থাকেন আর গ্রামে এলেই তাঁকে দেখা যায় শাড়ি ও সিঁদুরে। ‘চকোলেট ফেস’ বলে কটাক্ষ করেছিলেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গী। কখনও প্রিয়াঙ্কাকে বলতে শোনা গেছে ‘পাপ্পু কা পাপ্পি’। আবার কখনও তাঁর সৌন্দর্য নিয়ে কটাক্ষ করা হয়েছে। শাসক দলের কোনও মন্তব্যই টলাতে পারেনি প্রিয়াঙ্কা গান্ধি বঢরাকে। লোকসভা নির্বাচনে পূর্ব উত্তরপ্রদেশের দায়িত্ব রয়েছে প্রিয়াঙ্কার উপরে। কংগ্রেসের সাধারণ সম্পাদক উত্তরপ্রদেশের ৪১ টি কেন্দ্রে জমি পোক্ত করার ভার নিয়েছেন। এর মধ্যে রয়েছে নরেন্দ্র মোদির বারাণসী এবং যোগী আদিত্যনাথের গোরক্ষপুর।

Advertisement

Advertisement