মাত্র ১২ দিনেই ইস্তফা দিলেন নাড্ডা

Written by SNS March 5, 2024 6:36 pm

বিজেপি সভাপতি জে পি নাড্ডা। (Photo: Twitter/@JPNadda)

দিল্লি, ৫ মার্চ– মাত্র ১২ দিন রাজ্যসভার সাংসদ পদের দায়িত্ব সামলেই ইস্তফার পথে হাঁটলেন জে পি নাড্ডা৷ সাংসদ হওয়ার মাত্র ১২ দিনের মাথায় সোমবার নিজের পদত্যাগপত্র পাঠিয়ে দেন বিজেপির সর্বভারতীয় সভাপতি৷ তাঁর এই পদত্যাগপত্র দেওয়ার পর মনে করা হচ্ছে, লোকসভা ভোটে বিজেপি তাঁকে প্রার্থী করতে চায়৷ তারই প্রস্তুতি হিসেবে নাড্ডার পদত্যাগপত্র৷ হিমাচল প্রদেশ থেকে রাজ্যসভার সদস্য হিসেবে, আগামী এপ্রিল মাসেই তাঁর কার্যকাল ফুরোবে৷ এদিন হিমাচল প্রদেশের রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন তিনি৷ নাড্ডার পদত্যাগপত্রটি ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে, যেখানে তিনি লিখেছেন, ‘হিমাচল প্রদেশের প্রতিনিধি রাজ্যসভার নির্বাচিত সদস্য আমি জগৎপ্রকাশ নাড্ডা, রাজ্যসভার আসন থেকে পদত্যাগ করছি এবং পদত্যাগপত্র ২০২৪ সালের ৪ মার্চ, রাজ্যসভার চেয়ারম্যান গ্রহণ করেছেন৷’

উল্লেখ্য, শনিবার প্রথম দফার প্রার্থীতালিকা ঘোষণা করেছে বিজেপি৷ চলতি সপ্তাহেই দ্বিতীয় দফা প্রার্থীতালিকা ঘোষণা করার কথা৷ সেই তালিকা ঘোষণার আগেই নাড্ডার এই পদত্যাগে প্রার্থী তত্ত্বও জোরালো হয়েছে৷ মনে করা হচ্ছে, এবার লোকসভা ভোটে নিজের জনপ্রিয়তা যাচাই করবেন তিনি৷ জে পি নাড্ডা কোথা থেকে প্রার্থী হতে পারেন তাও নাকি ঠিক করে ফেলেছে বিজেপির কেন্দ্রীয় কমিটি৷ সম্ভাব্য হিমাচল প্রদেশ থেকেই তাঁকে প্রার্থী করা হতে পারে৷ বর্তমানে, হিমাচলে কংগ্রেস সরকার থাকায়, জেপি নাড্ডায় জয় নিশ্চিত ছিল না৷ সদ্য সমাপ্ত রাজ্যসভা নির্বাচনে গুজরাত থেকে বিজেপির টিকিটে তৃতীয়বারের জন্য রাজ্যসভার সদস্য মনোনীত হয়েছিলেন তিনি৷