• facebook
  • twitter
Friday, 5 December, 2025

আইআরসিটিসির ওয়েবসাইট ডাউন, ছটের মুখে ভোগান্তি যাত্রীদের

শুক্রবার সকাল ১০টা ০৭ মিনিট পর্যন্ত ১৮০টি রিপোর্ট জমা পড়েছে। ছট পুজো উপলক্ষে বিহারের শ্রমিক এবং ঘরের বাইরে থাকা অন্যরা দলে দলে দেশের বাড়িতে ফেরেন।

আইজল (সাইরাং)- নতুন দিল্লি রাজধানী এক্সপ্রেসের সূচনা।

ছটপুজোর মুখে উত্তর ভারতগামী ট্রেনগুলিতে যাত্রীদের চাপ থাকে। বিশেষ করে বিহারগামী ট্রেনের টিকিটের উপর প্রবল চাপ থাকে। এই পরিস্থিতিতে রেলের অনলাইন টিকিট বুকিং মাধ্যম আইআরসিটিসি শনিবার সকাল থেকে ডাউন হয়ে গিয়েছে। এতে ফাঁপরে পড়েছেন যাত্রীরা। কোনও জায়গা থেকেই ওয়েবসাইট খুলছে না। আবার কোথাও অনেক চেষ্টার পর খুললেও আর কোনও অপশন দেখাচ্ছে না। ছটপুজোর মুখে বাড়িতে যাওয়ার আগে বিপাকে পড়েছে অনেকে।
শুক্রবার সকাল থেকে ওয়েবসাইটটাই ডাউন হয়ে যাওয়ায় হাজার হাজার যাত্রী সমস্যায় পড়েছেন।

আইআরসিটিসির পক্ষ থেকে এ নিয়ে এখনও কোনও বিবৃতি জারি হয়নি। তবে ভুক্তভোগীরা ক্ষোভ উগরে দিয়েছেন সমাজমাধ্যমে। শুক্রবার সকাল ১০টা ০৭ মিনিট পর্যন্ত ১৮০টি রিপোর্ট জমা পড়েছে। ছট পুজো উপলক্ষে বিহারের শ্রমিক এবং ঘরের বাইরে থাকা অন্যরা দলে দলে দেশের বাড়িতে ফেরেন। সোম-মঙ্গলবার ছট পুজো টিকিট কাটার জন্য একসঙ্গে হাজার হাজার মানুষ আরআরসিটিসির ওয়েবসাইট কিংবা মোবাইল অ্যাপে ঢোকার চেষ্টা করছেন। এ কারণেই সাইটটাই ক্র্যাশ করেছে বলে অনুমান করছেন অনেকে।

Advertisement

Advertisement

Advertisement