তেহরানের একটি পদক্ষেপে বড়সড় ধাক্কা খেতে চলেছে বিশ্ব বাণিজ্য। হরমুজ প্রণালী বন্ধ করে দিল ইরান। এ বিষয়ে ইরানের পার্লামেন্টে একটি প্রস্তাব পাশ করা হয়েছে। বিশ্ববাণিজ্যের অন্যতম ব্যস্ত এই জলপথ বন্ধের ফলে প্রভাব পড়তে চলেছে ভারতের বাণিজ্যেও। কারণ ভারতকে নিজের চাহিদার ৮৫ শতাংশের বেশি তেল বাইরের দেশে থেকে কিনতে হয়। এই আমদানির প্রায় ৫০ শতাংশ আসে হরমুজ প্রণালী দিয়ে। ফলে সরাসরি ইরান থেকে খুব বেশি তেল আমদানি না করলেও এই সিদ্ধান্তের ফলে ভারতের তেল আমদানি ব্যাপকভাবে ধাক্কা খাবে।
প্রসঙ্গত বিশ্বব্যাপী জ্বালানি তেলের ২০ শতাংশ পরিবহন এই হরমুজ প্রণালী দিয়ে হয়ে থাকে। পূর্বেই আশঙ্কা করা হয়েছিল, এই হরমুজ প্রণালী বন্ধ হলে ভারতের জ্বালানি তেল আমদানি বড় ধাক্কা খাবে। ভারতের মোট জ্বালানি তেলের অর্ধেক আমদানি এই হরমুজ প্রণালী দিয়েই হয়ে থাকে। বিশেষজ্ঞদের সেই আশঙ্কায় এবার সত্যি হল। বন্ধ হয়ে গেল এই আন্তর্জাতিক বাণিজ্যিক জলপথ। ফলে ভারতের ৫০ শতাংশ তেলের ঘাটতির আশঙ্কা থেকেই যাচ্ছে। এই সিদ্ধান্তের জেরে দেশের অর্থনীতিতে ব্যাপক প্রভাব পড়তে চলেছে। জ্বালানি তেলের দাম বৃদ্ধির পাশাপাশি মানুষের নিত্য প্রয়োজনীয় দ্রব্যেরও মূল্য বৃদ্ধির আশঙ্কা রয়েছে।
যদিও যুদ্ধ পরিস্থিতিতে কোনওভাবে হরমুজ প্রণালী বন্ধের আশঙ্কায় ভারত বিকল্প হিসেবে দক্ষিণ আফ্রিকার দেশগুলি থেকে তেল কেনার বিষয়ে আগেই চিন্তাভাবনা শুরু করেছিল। তবে এই উদ্যোগে ভারতের ৫০ শতাংশ তেলের ঘাটতি পূরণ হওয়া নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। আর বিকল্প পথে এই ঘাটতি পূরণ না হলে ভারতে তেলের দাম যে ব্যাপকভাবে বৃদ্ধি পাবে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।