মাঝআকাশে ফের যান্ত্রিক ত্রুটি দেখা গেল ইন্ডিগোর বিমানে। শুক্রবার সকালে টেকঅফের কয়েক মিনিটের মধ্যেই চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে ইন্ডিগোর উড়ানটি। সমস্ত যাত্রী সুস্থ ও নিরাপদে রয়েছেন বলে ইন্ডিগোর তরফে জানানো হয়েছে। বিকল্প বিমানে তাঁদের মাদুরাই পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়।
চেন্নাই বিমানবন্দর সূত্রে খবর, শুক্রবার সকাল ৭টা ৫৫ মিনিটে ৬০ জনেরও বেশি যাত্রী নিয়ে মাদুরাই রওনা হয়েছিল ইন্ডিগোর ওই উড়ান। টেকঅফের কিছুক্ষণের মধ্যেই বিমানটিতে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। যাত্রীদের সুরক্ষা নিশ্চিত করতে কোনও ঝুঁকি নেননি পাইলট। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে বিমানটিকে ফিরিয়ে আনা হয়।
এর আগে বৃহস্পতিবারও দিল্লি থেকে লেহ যাওয়ার পথে ইন্ডিগোর একটি উড়ান যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। মাঝআকাশ থেকেই দিল্লি বিমানবন্দরে ফিরিয়ে আনা হয়। ওই উড়ানে ক্রু-সহ ১৮০ জন যাত্রী ছিলেন। পরে তাঁদের বিকল্প বিমানে লেহ পাঠায় ইন্ডিগো। ইন্ডিগো এক বিবৃতিতে জানায়, ‘উড়ানের সময়ে কোনও জরুরি পরিস্থিতি ঘোষণা করা হয়নি। তবে সতর্কতামূলক পদক্ষেপের কারণে বিমানটিকে ফিরিয়ে আনা হয়েছে।’
গত বুধবার দিল্লি থেকে ছত্তিশগড়ের রায়পুরগামী ইন্ডিগোর একটি বিমানেও যান্ত্রিক ত্রুটি ধরা পড়েছিল। ৬ই ৬৩১২ বিমানটিতে ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা ভূপেশ বাঘেলও ছিলেন। রায়পুর বিমানবন্দরে অবতরণের যান্ত্রিক ত্রুটির জন্য দরজা খুলছিল না। প্রায় ৩০ মিনিট পর বিমানের দরজা খোলে এবং সকলে নিরাপদে বাইরে বেরিয়ে আসেন।