বিদেশে ভারতের সম্মান বেড়েছে, দেশে ফিরে বললেন মোদি

এক সপ্তাহের আমেরিকা সফরের পর শনিবার সন্ধ্যায় দিল্লি এসে পৌঁছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Written by SNS New Delhi | September 29, 2019 1:18 pm

নরেন্দ্র মোদি (Photo: IANS/PIB)

এক সপ্তাহের আমেরিকা সফরের পর শনিবার সন্ধ্যায় দিল্লি এসে পৌঁছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বহু বিজেপি নেতা ও দলের কর্মকর্তারা। বিমানবন্দরেই তাদের উদ্দেশে সংক্ষিপ্ত ভাষণ দেন মোদি। রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভায় বিশ্বকে শান্তি ও সৌভ্রাতৃত্বের বার্তা দিয়ে ফিরে আসার পর মােদির দিল্লি আগমনকে সংবর্ধনা জানান বিজেপি নেতা ও কর্মকর্তারা।

মোদি এদিন বলেন, ২০১৪ সালের পর বিশ্বের দরবারে ভারতের মর্যাদা বৃদ্ধি পেয়েছে। বিশ্বের সমস্ত দেশ আজ ভারতকে সম্ভ্রমের চোখে দেখতে শুরু করেছে। তিনি বলেন, এর শ্ৰেয় আমি দিতে চাই দেশের ১৩০ কোটি মানুষকে। দেশের মানুষকে অভিনন্দন জানানাের পাশাপাশি তিনি আমেরিকায় বসবাসকারী প্রত্যেক ভারতীয়কেও অভিনন্দন জানান, যারা তাঁর আমেরিকা সফরে ‘হাউডি মোদি’ অনুষ্ঠান সফল করতে উদ্যোগী হয়েছিলেন। এই অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ডােনাল্ড ট্রাম্পও উপস্থিত ছিলেন, যিনি মােদির ভূয়সী প্রশংসা করে এনআরআইদের হাততালি কুড়িয়েছিলেন।