• facebook
  • twitter
Monday, 14 July, 2025

২০২৫-২৬ অর্থবর্ষে ভারতের জিডিপি বৃদ্ধির হার হবে ৬.৫ শতাংশ, পূর্বাভাস আইএমএফের

২০২৫-২৬ অর্থবর্ষে ভারতের জিডিপি বৃদ্ধির হার হবে ৬.৫ শতাংশ। এই পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার (আইএমএফ)।

২০২৫-২৬ অর্থবর্ষে ভারতের জিডিপি বৃদ্ধির হার হবে ৬.৫ শতাংশ। এই পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার (আইএমএফ)। এখানেই শেষ নয়, আইএমএফের আশা, বিশ্বের মানচিত্রে ভারত অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থনৈতিক পরিকাঠামো হিসেবে জায়গা করে নেবে। আইএফএফের দাবি, ভারতের অর্থনৈতিক অবস্থা বর্তমানে খুবই মজবুত ও স্থিতিশীল জায়গায় দাঁড়িয়ে রয়েছে। গত অর্থবর্ষেও জিডিপির পূর্বাভাস দিয়েছিল। আন্তর্জাতিক এই সংস্থাটি দাবি করেছিল, ভারতের জিডিপির হার হতে চলেছে ৬.৮ শতাংশ হতে পারে। পরে তা বাড়িয়ে ৭ শতাংশ করে আইএমএফ। যদিও বাস্তবে ভারতের জিডিপি বৃদ্ধির হার ছিল ৬.৫ শতাংশ। ২০২৫-২৬ অর্থবর্ষে আইএমএফের পূর্বাভাস মেলে কি না, সেটাই এখন দেখার।

আইএমএফের তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, ভারতের অর্থনৈতিক অবস্থা বর্তমানে খুবই মজবুত ও স্থিতিশীল জায়গায় দাঁড়িয়ে রয়েছে। যে কোনও পরিস্থিতি ও চ্যালেঞ্জের সহজেই মোকাবিলা করতে সক্ষম তারা। ২০২৫-২৬ অর্থবর্ষে ভারতের অর্থনৈতিক বৃদ্ধি ৬.৫ শতাংশে থাকবেই, এমনই মনে করা হচ্ছে। ভারতে কাজের পরিধি বৃদ্ধি পাওয়ায় আর্থিক বৃদ্ধির পরিমাণ অনেকটাই বাড়বে বলে আশাবাদী আইএমএফ। তাদের মতে, ভারতে বেসরকারি ক্ষেত্রে লগ্নির পরিমাণ বৃদ্ধি এবং বিদেশি লগ্নির পরিমাণও ক্রমেই বাড়ছে। এর থেকে প্রমাণিত হয়, দেশের অর্থনীতি মজবুত জায়গায় রয়েছে। ভারতের অর্থনীতির সামগ্রিক পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছে আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার (আইএমএফ)।

এদিকে ২০৪৭ সালের মধ্যে ভারতকে উন্নত অর্থনীতি হিসেবে গড়ে তোলার লক্ষ্যমাত্রা নিয়েছে কেন্দ্র। ষোড়শ অর্থ কমিশনের চেয়ারম্যান অরবিন্দ পানাগড়িয়া জানিয়েছেন, এই লক্ষ্য ছুঁতে গেলে দেশের জিডিপি বৃদ্ধির হার অন্তত ৭.৯ শতাংশ হতে হবে। ভারতের ক্ষেত্রে তা খুব একটা অসম্ভব নয় বলেই মনে করছেন তিনি। বিশ্ব ব্যাঙ্কের তথ্য অনুযায়ী, আগামী ২২ বছর যদি ভারত গড়ে ৭.৮ শতাংশ করে জিডিপি বৃদ্ধি ধরে রাখতে পারে তাহলে ২০৪৭ সালের মধ্যে উন্নত অর্থনীতির দেশের তালিকায় ঢুকতে পারবে ভারত। অবশ্য এই স্তরে পৌঁছানোর জন্য একাধিক সংস্কারের প্রয়োজন রয়েছে বলে জানিয়েছে বিশ্ব ব্যাঙ্ক।

৩১ জানুয়ারি প্রকাশিত অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবর্ষে ভারতীয় অর্থনীতি ৬.৩ থেকে ৬.৮ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। ২০২৪-২০২৫ অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকের জিডিপির হার প্রকাশ করেছে ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস। তারা জানিয়েছে, চলতি অর্থবর্ষে অক্টোবর-ডিসেম্বর ত্রৈমাসিকে ভারতের অর্থনীতির বৃদ্ধির হার ৬.২ শতাংশ। আরবিআই-এর পূর্বাভাস, ২০২৪-২৫ অর্থবর্ষে দেশের প্রকৃত জিডিপি বৃদ্ধি হতে পারে ৬.৬ শতাংশ।