ভারতের জিডিপি’র সংকোচন ৭.৩ শতাংশ

২০২০-২১ অর্থবর্ষে জিডিপি’র সংকোচন ছিল ৭.৩ শতাংশ। চতুর্থ ত্রৈমাসিকে জিডিপি বৃদ্ধির হার ১.৬ শতাংশ হলেও লাভের লাভ কিছু হল না।

Written by SNS Delhi | June 2, 2021 11:29 pm

প্রতীকী ছবি (File Photo: iStock)

চার দশকে সবচেয়ে কম হল জিডিপি বৃদ্ধির হার। ২০২০-২১ অর্থবর্ষে জিডিপি’র সংকোচন ছিল ৭.৩ শতাংশ। চতুর্থ ত্রৈমাসিকে জিডিপি বৃদ্ধির হার ১.৬ শতাংশ হলেও লাভের লাভ কিছু হল না। সামগ্রিকভাবে মাইনাসে জিডিপি প্রথম ত্রৈমাসিকে দেশের অর্থনিীতি মুখ থুবড়ে পড়েছিল।

কারণ দেশে তখন করােনা আবহ শুরু হয়েছে। জিডিপি ছিল মাইনাস ২৩৯ শতাংশ। দ্বিতীয় ত্রৈমাসিকে সেই মাইনাস ছিল জিভিপস। জিডিপি বৃদ্ধি ছিল মাইনাস ৭.৫ শতাংশ। তৃতীয় ও চতুর্থ ত্রৈমাসিকে দেশের জিডিপি বৃদ্ধি হয় ০.৪ শতাংশ।

কারণ সেই সময় আনলক ছিল। চতুর্থ ত্রৈমাসিকে জিডিপি বাড়ে ১.৬ শতাংশ। করােনার কারণে ২০২০ সালে মার্চ মাসে লকডাউন জারি হয়েছিল দেশে। ফলে কলকারখানা-দোকানপাট ছিল। যার । প্রভাব পড়েছিল দেশের অর্থনীতিতে।