ভারতের গণতন্ত্র খাদের মুখে, নিশ্চুপ মার্কিন প্রশাসন: রাহুল

রাহুল বলেন, ভারতবর্ষে যা যা ঘটে চলেছে, তা নিশ্চিত মার্কিন প্রশাসনের অগােচর নয়, তবুও আমেরিকা চুপ করে রয়েছে।

Written by SNS New Delhi | April 5, 2021 3:25 pm

রাহুল গান্ধি (File Photo: IANS)

ভারতবর্ষে গণতন্ত্র খাদের মুখে দাড়িয়ে, অভ্যন্তরীন পরিস্থিতি বেহাল হওয়ার পরও মার্কিন প্রশাসন নীরব দর্শকের মতাে রয়েছে, প্রাক্তন মার্কিন রাষ্ট্রদূত নিকোলাস বার্নসের সঙ্গে ভিডিও কনফারেন্সে আলােচনায় এমনটাই মন্তব্য করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি।

তিনি বলেন, ভারতবর্ষে যা যা ঘটে চলেছে, তা নিশ্চিত মার্কিন প্রশাসনের অগােচর নয়, তবুও আমেরিকা চুপ করে রয়েছে। সে বিষয়ে মার্কিন প্রশাসনের থেকে আমি কিছু শুনতে পাচ্ছি না।

বিশ্বের দেশগুলাে গণতন্ত্রের ভবিষ্যত নিয়ে কথা বলতে গিয়ে তিনি একথা বলেন, ‘আমি মৌলিকভাবে বিশ্বাস করি আপনার দেশের সংবিধানে যেভাবে স্বাধীনতার ধারণাটি লিপিবদ্ধ করা হয়েছে, আপনাকে সেইভাইে ধারণাটিকে রক্ষা করতে হবে। যদি আপনি বলেন, গণতন্ত্রের অংশীদারিত্ব, আমি বলব গণতন্ত্র নিয়ে আপনার মত কি? আর এখানে কি চলছে।’

তিনি দাবি করেন, বিজেপি দেশের মানুষের সঙ্গে যে ধরনের ব্যবহার করছে, মানুষে মানুষে ভেদাভেদ সৃষ্টি করছে। তাদেরকে একসঙ্গে নিয়ে আসার প্রয়ােজনীয়তা রয়েছে।