এবার দেশের মাটিতে আইসিসির ট্রফি আনতে অঙ্গীকার করলেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা।

Written by SNS August 8, 2023 11:04 am

ভারত:-  প্রতিটি আইসিসি প্রতিযোগিতায় ব্যর্থ হতে হয়েছে টিম ইন্ডিয়াকে। বিরাট কোহলি থেকে শুরু করে রোহিত, একই ছবি দেখা গিয়েছে বিগত ১০ বছরে। এ বার দেশের মাটিতে আইসিসির ট্রফি তুলে দিতে চান রোহিত শর্মা। ২০১৩ সালের পর থেকে ভারতের কোনও অধিনায়কের হাতে আইসিসি ট্রফি ওঠেনি। ভারতে বিশ্বকাপ শুরু হতে এখনও দুই মাসের কাছাকাছি সময় বাকি আছে। তার আগে রয়েছে এশিয়া কাপ এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজ। কিন্তু এখন থেকেই যেন টিম ইন্ডিয়ার ভেতরে ঢুকে পড়েছে বিশ্বকাপের ভাবনা। তাঁরই প্রতিধ্বনি শোনা গেল অধিনায়কের মুখে। আইসিসির একদিনের বিশ্বকাপ ট্রফি নিয়ে একটি ফোটো সেশনে অংশ নেন হিটম্যান। সেখানে তাঁকে ট্রফি হাতেও দেখা যায় । বিশ্বকাপ ছোঁয়ার পর নিজের আবেগ গোপন করেননি হিটম্যান। সূত্রের খবর, রোহিত বলেন, তিনি এত সামনে থেকে বিশ্বকাপ ট্রফি আগে কখনও দেখেননি। যখন ২০১১ সালে ভারত বিশ্বকাপ জিতেছিল, সেই সময় তিনি  ভারতীয় দলের সদস্য ছিলেন না। অতীতের দিকে তাকালে দেখা যাবে, এই ট্রফির সঙ্গে প্রচুর স্মৃতিও জড়িয়ে রয়েছে। তাই তিনি আশা রেখেছেন এইবার এই সুন্দর বিশ্বকাপ ট্রফিটা জিতে একটা দারুণ একটা ইতিহাস তৈরি করতে পারবেন। শেষ বার ২০১১ সালে দেশের মাটিতেই বিশ্বকাপ জিতেছিল ভারত। এরপর থেকে টি টোয়েন্ট হোক বা একদিনের বিশ্বকাপ, এমনকি দুটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল, চোকার্স তকমাই টুর্নামেন্ট থেকে প্রাপ্তি টিম ইন্ডিয়ার। তবে এবার ২০১১ সালের পুনরাবৃত্তি চাইছেন রোহিত। ঘরের মাঠে আরও এক বার কাপ জিততে চান ভারতীয় ক্রিকেটারেরা। ঘরের মাঠে জনসমর্থন যে তাঁদের দলের বাড়তি শক্তি তা বলতে ভুল করেননি ভারত অধিনায়ক। একইসঙ্গে রোহিত জানান, ২০১১ সালের পর ২০১৬ সালে টি টোয়েন্টি বিশ্বকাপ হয়েছিল দেশের মাটিতে। ৫০ ওভারের বিশ্বকাপের জন্য মানষ অধীর আগ্রহে অপেক্ষা করছেন।এমনিতেই চোট আঘাতের কারণে ভারতের বহু তারকা মাঠের বাইরে রয়েছেন। এখন দলে যারা রয়েছেন তাদেরও এমন অফ ফর্ম বিশ্বকাপের আগে অত্যন্ত চিন্তার বিষয়।