• facebook
  • twitter
Friday, 5 December, 2025

চন্দ্রায়ন-২ নিয়েও আশাবাদী ইসরো

৮০০ কোটি টাকা ব্যয় করে ইসরো চাঁদে পাঠাতে চলেছে চন্দ্রায়ন-২। মহাকাশ গবেষণা কেন্দ্রের ইনচার্জ জিতেন্দ্র সিং বলেন, এপ্রিলে চাঁদের দক্ষিণ মেরুতে রোভার অর্থাৎ মানুষ নামার চেষ্টা করবে। ইসরোর চেয়ারম্যান তে সিভান জানান, ‘ভারত এপ্রিলে চন্দ্রায়ন-২ সূচনা করবে। চন্দ্রায়ন-১ মিশনে সফল ইসরো চাঁদে জলের সন্ধান পেয়েছিল। তারপর দ্বিতীয় পর্যায়ে চন্দ্রায়ন-২ প্রোগ্রামে চাঁদে মানুষ নামিয়ে চন্দ্র অভিযানে

চন্দ্রায়ন-২ নিয়েও আশাবাদী ইসরো

৮০০ কোটি টাকা ব্যয় করে ইসরো চাঁদে পাঠাতে চলেছে চন্দ্রায়ন-২। মহাকাশ গবেষণা কেন্দ্রের ইনচার্জ জিতেন্দ্র সিং বলেন, এপ্রিলে চাঁদের দক্ষিণ মেরুতে রোভার অর্থাৎ মানুষ নামার চেষ্টা করবে।

ইসরোর চেয়ারম্যান তে সিভান জানান, ‘ভারত এপ্রিলে চন্দ্রায়ন-২ সূচনা করবে। চন্দ্রায়ন-১ মিশনে সফল ইসরো চাঁদে জলের সন্ধান পেয়েছিল। তারপর দ্বিতীয় পর্যায়ে চন্দ্রায়ন-২ প্রোগ্রামে চাঁদে মানুষ নামিয়ে চন্দ্র অভিযানে ফের নতুন ধরনের সাফল্য পেতে চলেছে’।

Advertisement

চন্দ্রায়ন-২ ইসরোর প্রথম ইন্টার-প্ল্যানেটারি মিশন, যেখানে চাঁদে মানুষ নামানোর চেষ্টা করা হবে। সিভান জানান, ‘এপ্রিল থেকে নভেম্বরের মধ্যে চন্দ্রায়ন-২ কে চাঁদে পাঠানো হবে’।

Advertisement

চাঁদের দক্ষিণ মেরুতে কেন মানুষ নামানোর চেষ্টা করা হবে তা নিয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, কয়েক লক্ষ বছর আগে বিবর্তনের মাধ্যমে সৃষ্টি হওয়া পাথরের সন্ধান ওখানেই পাওয়া যাবে।

এই পাথরগুলো থেকেই বিশ্ব সৃষ্টির রহস্য সম্পর্কে জানতে পারা যাবে। পাশাপাশি এখনও পর্যন্ত চাঁদে যে কটি অভিযান চালানো হয়েছে, তার একটাতেও দক্ষিণ মেরু নিয়ে কোনও চিন্তাভাবনা করা হয়নি।

Advertisement