• facebook
  • twitter
Friday, 5 December, 2025

আন্দামানে মাছের ট্রলার থেকে উদ্ধার ৬০০০ কেজি মাদক

আন্দামানে মাছ ধরার ট্রলার থেকে ৬০০০ কেজি নিষিদ্ধ মাদক উদ্ধার করেছে ইন্ডিয়ান কোস্ট গার্ড।

মাদক বিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল ভারতের উপকূলরক্ষী বাহিনী। আন্দামানে মাছ ধরার ট্রলার থেকে ৬০০০ কেজি নিষিদ্ধ মাদক উদ্ধার করেছে ইন্ডিয়ান কোস্ট গার্ড। এই ঘটনায় মোট ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতরা সকলেই মায়ানমারের নাগরিক। মায়ানমার থেকে ধৃতদের মাদক পাচারের ছক ছিল বলে মনে করা হচ্ছে। এর আগে বঙ্গোপসাগর থেকে এত বিপুল পরিমাণ মাদক উদ্ধার ঘটনা ঘটেনি।

এক প্রতিরক্ষা আধিকারিক জানিয়েছেন, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কাছে বঙ্গোপসাগর থেকে মাছ ধরার ট্রলারে তল্লাশি চালিয়ে এই মাদক উদ্ধার করা হয়েছে। তিন হাজার প্যাকেটে মাদক ভরে ট্রলারের ভিতরে রাখা ছিল। প্রতি প্যাকেটে অন্তত দু’কেজি করে মাদক ভরা ছিল। ট্রলারের ভিতরে গোপন কুঠুরিতে মাদকগুলি রাখা ছিল। ‘মেথামফেটামাইন’ নামের ওই মাদকের মূল্য আনুমানিক কয়েক কোটি টাকা।

Advertisement

ঘটনার সূত্রপাত দিন দুয়েক আগে। ২৩ নভেম্বর সাগরের উপর টহল দিচ্ছিল উপকূলরক্ষী বাহিনীর একটি বিমান। সেই সময় ওই ট্রলারটিকে দেখে সন্দেহ হয় পাইলটের। উপকূলরক্ষী বাহিনীর আধিকারিকেরা ট্রলারের গতি কমাতে বলে। আন্দামানের রাজধানী পোর্ট ব্লেয়ার থেকে ১৫০ কিলোমিটার দূরে ব্যারেন দ্বীপের কাছে ওই ট্রলারটিকে আটক করে বাহিনী। তল্লাশি চালাতেই মেলে মাদক। গ্রেপ্তার করা হয় ৬ জনকে।

Advertisement

ইন্ডিয়ান কোস্ট গার্ডের পাশাপাশি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের পুলিশও এই অভিযানে যোগ দেয়। এর আগেও বিদেশি ট্রলার থেকে মাদক উদ্ধারের ঘটনা ঘটেছে। ২০১৯ এবং ২০২২ সালেও বিদেশি ট্রলার থেকে মাদক উদ্ধার করে ভারতের উপকূলরক্ষী বাহিনী।

Advertisement