• facebook
  • twitter
Friday, 13 December, 2024

মলদ্বীপকে বিপুল পরিমাণ অর্থ সাহায্য করবে ভারত,  দেনা মকুবেও সবুজ সঙ্কেত 

ভারত থেকে বিপুল পরিমাণ আর্থিক সাহায্য পেতে চলেছে মলদ্বীপ। ২০২৫-এ মিত্র দেশগুলির কাছ থেকে মলদ্বীপ সরকার ৫৬.৬ বিলিয়ন এমভিআর বৈদেশিক সাহায্য আশা করছে।  এর মধ্যে ২.৫ বিলিয়ন এমভিআর বরাদ্দ করেছে এক ভারত।  মলদ্বীপের সংবাদ মাধ্যমের ওয়েবসাইট Edition.mv তে কোন দেশ কত অর্থ সাহায্য করবে সেই সংক্রান্ত একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে। সেই রিপোর্ট অনুযায়ী , ভারত ছাড়াও মলদ্বীপকে অর্থসাহায্য করবে চিন।  তারা মলদ্বীপকে ৫০২ মিলিয়ন এমভিআর অর্থসাহায্য দেবে।

ভারত থেকে বিপুল পরিমাণ আর্থিক সাহায্য পেতে চলেছে মলদ্বীপ। ২০২৫-এ মিত্র দেশগুলির কাছ থেকে মলদ্বীপ সরকার ৫৬.৬ বিলিয়ন এমভিআর বৈদেশিক সাহায্য আশা করছে।  এর মধ্যে ২.৫ বিলিয়ন এমভিআর বরাদ্দ করেছে এক ভারত।  মলদ্বীপের সংবাদ মাধ্যমের ওয়েবসাইট Edition.mv তে কোন দেশ কত অর্থ সাহায্য করবে সেই সংক্রান্ত একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে। সেই রিপোর্ট অনুযায়ী , ভারত ছাড়াও মলদ্বীপকে অর্থসাহায্য করবে চিন।  তারা মলদ্বীপকে ৫০২ মিলিয়ন এমভিআর অর্থসাহায্য দেবে। জাপান দেবে ৪৭ মিলিয়ন অর্থ। রিপোর্ট বলছে, ‘২০২৫-এ পাকিস্তান, সৌদি আরব, ইতালি এবং নেদারল্যান্ডস থেকেও সাহায্য পেতে পারে মলদ্বীপ।’

 
২০২৩-এর নভেম্বরে মলদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচিত হন মুইজ্জু। এরপর থেকেই ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক খারাপ হতে শুরু করে মলদ্বীপের। প্রেসিডেন্ট হওয়ার পর তিনি সে দেশে থাকা ভারতীয় সেনাদের প্রত্যাহার করার কথাও জানান। মলদ্বীপের রাজনৈতিক নেতারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর খোলাখুলি সমালোচনা করেছেন। স্বভাবতই এর ফলে দুই দেশের মধ্যে সম্পর্ক তিক্ত হয়ে ওঠে। বর্তমানে দুটি দেশের মধ্যে পরিস্থিতি কিছুটা উন্নত হয়েছে।   
 
চলতি বছরের মার্চ মাস থেকে মলদ্বীপের ভারত-বিরোধী মনোভাবে বদল দেখা দেয়। মহম্মদ মুইজ্জু ঘোষণা করেন ভারত তাঁদের সবচেয়ে কাছের মিত্র দেশ। তিনি আশা করেন, দেন মেটানোর ক্ষেত্রে ভারত মহাসাগরীয় এই দ্বীপপুঞ্জটিকে ভারত কিছুটা ছাড় দেবে। এক সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে মুইজ্জু দাবি করেন, তিনি কখনও এমন কোন মন্তব্য করেননি যাতে উভয় দেশের সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়ে। প্রেসিডেন্ট মুইজ্জু বলেন, ‘এক দেশের সাহায্যকে খারিজ করা বা উপেক্ষা করাটা মোটেও ভালো দেখায় না ৷’ তিনি এও আশা করেন যে, তাঁর পূর্বসূরিরা ভারতের কাছে যে বিপুল অর্থ দেনা করেছেন, সেই ঋণের টাকা ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রে স্বস্তি দেবে ভারত ৷ সেই আবেদনে রাজি হয়েছে ভারত ৷

গত ৯ জুন তৃতীয় বার ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন মোদী  ৷ সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে হাজির ছিলেন মুইজ্জু ৷ জুলাই মাসে ভারত সরকার ২০২৪-২৫ অর্থবর্ষের বাজেট পেশ করে ৷ তাতে মলদ্বীপের উন্নয়ন খাতে আগের বছরের মতোই ৪০০ কোটি টাকা বরাদ্দ করে মোদি সরকার ৷

দুই মাস বাদে অক্টোবরে প্রথম দ্বিপাক্ষিক ভারত সফরে আসেন প্রেসিডেন্ট মুইজ্জু ৷ নিরাপত্তা ক্ষেত্রে দু’দেশের মধ্যে সহযোগিতা এবং প্রতিরক্ষা ক্ষেত্রে একগুচ্ছ চুক্তিতে স্বাক্ষর করে ভারত ও মলদ্বীপ ৷ এখন মলদ্বীপ আশা করছে ভারত তাদের অর্থসাহায্য করবে ৷ কারণ, ইতিমধ্যে তাদের অর্থনৈতিক দুরবস্থায় আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ভারত ৷ চলতি সেপ্টেম্বরে মলদ্বীপের থেকে বকেয়া ৫০ মিলিয়ন ডলার  মকুব করতে রাজি হয়েছে ভারত সরকার ৷