• facebook
  • twitter
Thursday, 11 December, 2025

ভারত-ইতালির কৌশলগত কর্মপরিকল্পনায় নতুন গতি

মোদীর সঙ্গে বৈঠকে জোর দিলেন তাজানি

ইতালির উপ-প্রধানমন্ত্রী তাজানির সঙ্গে মোদির বৈঠক

তিন দিনের ভারত সফরে এসে ইতালির উপ-প্রধানমন্ত্রী এবং বিদেশ ও আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক মন্ত্রী আন্তোনিও তাজানি বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেন। দুই দেশের মধ্যে গড়ে ওঠা কৌশলগত সহযোগিতা এবং ২০২৫–২০২৯ যৌথ কৌশলগত কর্মপরিকল্পনার অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয় দুই পক্ষের মধ্যে। প্রধানমন্ত্রী মোদী দুই দেশের উদ্যোগকে ‘উল্লেখযোগ্য’ বলে প্রশংসা করেন এবং বলেন, ভারত-ইতালি সম্পর্ক ক্রমশ আরও দৃঢ় হয়ে উঠছে, যার সুফল মিলবে দুই দেশের নাগরিক এবং বৃহত্তর আন্তর্জাতিক সমাজের মধ্যে।

আন্তোনিও তাজানির এই সফরে সঙ্গে এসেছে ইতালির শীর্ষ ব্যবসায়িক প্রতিনিধিদলও। বিশেষজ্ঞদের মতে, দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে ইতালির আগ্রহের ইঙ্গিত মেলে তাজানির এই সফর থেকেই। বাণিজ্য, প্রযুক্তিনির্ভর উদ্ভাবন, প্রতিরক্ষা প্রস্তুতি, মহাকাশ গবেষণা, শিক্ষা ও সংযোগ— বিভিন্ন ক্ষেত্রেই দুই দেশ যৌথ উদ্যোগ এগিয়ে নিয়ে যেতে চাইছে।

Advertisement

বৈঠকের পরে প্রধানমন্ত্রী মোদী এক্স–হ্যান্ডেলে লিখেছেন, ‘ইতালির উপ-প্রধানমন্ত্রী এবং বিদেশ ও আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক মন্ত্রী আন্তোনিও তাজানির সঙ্গে সাক্ষাৎ করে আমি আনন্দিত।’ তিনি আরও জানান, ‘বাণিজ্য, বিনিয়োগ, গবেষণা, প্রতিরক্ষা, মহাকাশ, শিক্ষা, সন্ত্রাসবাদ দমন সহ বিভিন্ন খাতে যৌথ কর্মপরিকল্পনা বাস্তবায়নে দুই দেশ যে সক্রিয় পদক্ষেপ নিচ্ছে, তা অত্যন্ত প্রশংসনীয়।’

Advertisement

তাজানি তাঁর সফরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গেও বৈঠক করেন। জয়শঙ্কর জানান, কৌশলগত কর্মপরিকল্পনার আওতায় প্রতিরক্ষা, প্রযুক্তি, উদ্ভাবন, সামুদ্রিক নিরাপত্তা, গতিশীলতা, বাণিজ্য ও বিনিয়োগ—সব ক্ষেত্রের অগ্রগতি পর্যালোচনা করা হয়েছে।

জয়শঙ্করের কথায়, সন্ত্রাসবাদে অর্থায়ন মোকাবিলায় দুই দেশের যৌথ উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাষ্ট্রসঙ্ঘ এবং অন্যান্য আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে ভারত-ইতালির সহযোগিতা নিয়েও আলোচনা হয়েছে। তিনি জানান, ভারতের সাম্প্রতিক সন্ত্রাসবাদী ঘটনার পর যে সংহতির বার্তা ইতালি দিয়েছে, তার জন্য কৃতজ্ঞ ভারত।

এই আলোচনা জি-২০ শীর্ষ সম্মেলনের সময় প্রধানমন্ত্রী মোদী ও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির বৈঠকে ঘোষিত যৌথ উদ্যোগের ধারাবাহিকতাই বহন করছে। ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স বা এফএটিএফ–এর কাঠামোর মধ্যেও সন্ত্রাসবাদ মোকাবিলায় ইতালি ভারতের অন্যতম ঘনিষ্ঠ অংশীদার।

উভয় পক্ষ পশ্চিম এশিয়ার অস্থিরতা, রাশিয়া-ইউক্রেন সংঘাত সহ বিভিন্ন ভূ–রাজনৈতিক পরিস্থিতি নিয়েও মতবিনিময় করেছে। প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতার পাশাপাশি প্রযুক্তি, গবেষণা, বিনিয়োগ এবং সংযোগ বাড়াতে যৌথভাবে কাজ করার জন্য পরস্পর আশ্বাস দিয়েছে দুই দেশ।

ভারত-ইতালি সম্পর্ক অভিন্ন গণতান্ত্রিক মূল্যবোধ ও আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতার প্রতি প্রতিশ্রুতির উপর দাঁড়িয়ে তৈরি। কার্যত এই বার্তাই স্পষ্ট করে দিয়েছেন জয়শঙ্কর। দুই দেশের পারস্পরিক আস্থা এবং দীর্ঘমেয়াদি সহযোগিতা আগামী দিনে আরও গভীর হবে বলেই কূটনৈতিক মহলের অনুমান।

Advertisement