• facebook
  • twitter
Friday, 5 December, 2025

গাজায় গণহত্যা চললেও ভারত নীরব, দাবি প্রিয়াঙ্কার, অভিযোগ অস্বীকার ইজরায়েলের

সম্প্রতি গাজায় ইজরায়েলি হামলায় পাঁচ সাংবাদিকের মৃত্যুর ঘটনা প্রকাশ্যে আসার পর আন্তর্জাতিক কূনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে।

প্রতিনিধিত্বমূলক চিত্র

গাজায় গণহত্যার অভিযোগ করে ইজরায়েলকে কাঠগড়ায় তুললেন প্রিয়াঙ্কা গান্ধী। তিনি এই ঘটনায় কেন্দ্রের মোদী সরকারের নীরবতা নিয়েও প্রশ্ন তুলেছেন। তিনি অভিযোগ করেছেন, গাজায় ইজরায়েলি হামলা এবং শত শত প্যালেস্টাইনিদের হত্যা এবং অনাহার নিয়ে ভারত সরকার সম্পূর্ণ নীরব। কিন্তু কংগ্রেস নেত্রী ও সাংসদের এই অভিযোগকে খারিজ করে দিয়েছে ইজরায়েল।

ইজরায়েলের নিন্দা এবং ভারত সরকারের ভূমিকা নিয়ে সমালোচনা করলেও কেন্দ্রের মোদী সরকারের পক্ষ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে প্রিয়াঙ্কার বক্তব্যের নিন্দা করেছেন ইজরায়েলি দূতাবাসের রাষ্ট্রদূত রিউভেন আজার। রিউভেন অভিযোগ করেছেন, হামাস নেতারা সাধারণ মানুষের আড়ালে লুকিয়ে থাকার জঘন্য কৌশল নিয়েছে। অনাহার বা গাজা অবরোধ করে রাখার অভিযোগ অস্বীকার করেছেন ইজরায়েলি দূতাবাসের এই রাষ্ট্রদূত। রিউভেন বলেন, ‘গত ৫০ বছরে গাজার জনসংখ্যা ৪৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। সেখানে কোনও গণহত্যা হয়নি।’

Advertisement

উল্লেখ্য, সম্প্রতি গাজায় ইজরায়েলি হামলায় পাঁচ সাংবাদিকের মৃত্যুর ঘটনা প্রকাশ্যে আসার পর আন্তর্জাতিক কূনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে। বিষয়টি উল্লেখ করে সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেন প্রিয়াঙ্কা। সেখানে তিনি লিখেছেন, ‘আল জাজিরার পাঁচ জন সাংবাদিককে ঠান্ডা মাথায় হত্যা প্যালেস্টাইনের মাটিতে আর একটি জঘন্য অপরাধ। যেহেতু গণমাধ্যমের বেশির ভাগই ক্ষমতা এবং বাণিজ্যের দাসত্বে সীমাবদ্ধ, সেই বিশ্বে এই সাহসী কিছু মানুষ আমাদের মনে করিয়ে দিয়েছেন যে, প্রকৃত সাংবাদিকতা কী!’ প্রিয়াঙ্কা তাঁর সামাজিকমাধ্যমের পোস্টে মৃত সাংবাদিকদের কাজ এবং সাহসকে কুর্নিশ জানিয়েছেন।

Advertisement

তিনি আরও অভিযোগ করেন, ‘ইজরায়েল গণহত্যা চালাচ্ছে। তারা ৬০ হাজারের বেশি মানুষকে হত্যা করেছে, তাঁদের মধ্যে ১৮,৪৩০ জন শিশু ছিল। পাশাপাশি শত শত মানুষকে অনাহারে মারছে। লক্ষ লক্ষ মানুষ অপুষ্টি এবং অনাহারের শিকার। এটা লজ্জাজনক যে প্যালেস্টাইনিদের উপর যখন ধ্বংসযজ্ঞ চলছে, তখন ভারত সরকার চুপ করে আছে।’

Advertisement