মানবিক সহায়তার নিদর্শন হিসেবে আফগানিস্তানকে পাঁচটি অ্যাম্বুল্যান্স উপহার দিল ভারত। শুক্রবার পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর এই অ্যাম্বুল্যান্সগুলি তুলে দেন আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মাওলাভি আমির খান মুতাকির হাতে। জয়শঙ্কর এই পদক্ষেপকে ‘সৌহার্দ্যের নিদর্শন’ হিসেবে আখ্যা দেন।
পররাষ্ট্র মন্ত্রকের সূত্রে জানা গিয়েছে, এই অ্যাম্বুল্যান্সগুলি আফগানিস্তানের বিভিন্ন প্রদেশে স্বাস্থ্য পরিষেবা জোরদার করতে ব্যবহৃত হবে। সাম্প্রতিক ভূমিকম্প ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে চিকিৎসা সহায়তা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এগুলির বিশেষ ভূমিকা থাকবে।
Advertisement
এই হস্তান্তর অনুষ্ঠানে জয়শঙ্কর বলেন, ‘ভারত সবসময় আফগান জনগণের পাশে থেকেছে এবং ভবিষ্যতেও থাকবে। আফগানিস্তানের জনগণের কল্যাণই আমাদের অগ্রাধিকার।’ তিনি আশা প্রকাশ করেন, এই উদ্যোগ দুই দেশের বন্ধুত্ব ও পারস্পরিক বিশ্বাস আরও গভীর করবে।
Advertisement
আফগান পররাষ্ট্রমন্ত্রী মুতাকি ভারতের এই সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘ভারতের জনগণ ও সরকারের এই মানবিক উদ্যোগ আমাদের হৃদয়ে স্থান পাবে। স্বাস্থ্য ক্ষেত্রের সহযোগিতা দুই দেশের সম্পর্ককে আরও মজবুত করবে।’
কূটনৈতিক পর্যবেক্ষকদের মতে, সাম্প্রতিক সময়ে ভারত ও আফগানিস্তানের মধ্যে সম্পর্ক পুনর্গঠনের যে প্রক্রিয়া শুরু হয়েছে, এই অ্যাম্বুল্যান্স হস্তান্তর তারই প্রতীকী দৃষ্টান্ত।
Advertisement



