• facebook
  • twitter
Friday, 5 December, 2025

আগামী সপ্তাহে জয়শঙ্করের কানাডা সফরের সম্ভাবনা

বিদেশ মন্ত্রণালয় এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনও ঘোষণা করেনি। তবে দিল্লি সূত্রের খবর, কানাডার শীর্ষ নেতৃত্ব ও কূটনীতিকদের সঙ্গে একাধিক বৈঠকের পরিকল্পনা ইতিমধ্যেই চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে।

প্রতিনিধিত্বমূলক চিত্র

আগামী সপ্তাহেই কানাডা সফরে যাচ্ছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সূত্রের দাবি, দুই দেশের সম্পর্কের সাম্প্রতিক টানাপোড়েন ও কূটনৈতিক অচলাবস্থা কাটাতে এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভারত–কানাডা দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য সহযোগিতা, নিরাপত্তা বিষয়ক আলোচনা এবং বিভিন্ন কূটনৈতিক প্রশ্ন সংক্রান্ত বিষয়গুলি নিয়েই মূলত আলোচনা হবে এই বৈঠকে।

যদিও বিদেশ মন্ত্রণালয় এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনও ঘোষণা করেনি। তবে দিল্লি সূত্রের খবর, কানাডার শীর্ষ নেতৃত্ব ও কূটনীতিকদের সঙ্গে একাধিক বৈঠকের পরিকল্পনা ইতিমধ্যেই চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। বিশেষত সাম্প্রতিক সময়ে দুই দেশের সম্পর্কে যে অস্বস্তি তৈরি হয়েছে, তা দূর করতেই এই সফরকে গুরুত্ব দিচ্ছে দিল্লি।

Advertisement

কূটনৈতিক মহলের মতে, জয়শঙ্করের এই সফর দুই দেশের সম্পর্ককে নতুন করে এগিয়ে নিয়ে যাওয়ার পথ প্রশস্ত করবে। বহুপাক্ষিক আলোচনা এবং বিভিন্ন সহযোগিতায় প্রকল্পের অগ্রগতিও এ সফরের মাধ্যমে নতুন গতি পেতে পারে।

Advertisement

Advertisement