• facebook
  • twitter
Thursday, 17 July, 2025

ফের চালু হতে চলেছে ভারত-চিন বিমান পরিষেবা

দু’দিনের ভারত সফরে এসেছেন সান ওয়েইডং। শুক্রবার তিনি বৈঠক করেন বিদেশ সচিব বিক্রম মিসরির সঙ্গে। দু’দেশের নাগরিকদের উন্নতিসাধনের জন্য় তাঁরা একমত।

প্রতিনিধিত্বমূলক চিত্র

ফের সরাসরি ভারত-চিন বিমান পরিষেবা চালু হতে চলেছে! কোভিডকাল থেকেই বন্ধ ছিল এই পরিষেবা। চলতি বছরেই ভারত ও চিন কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্ণ হয়েছে। সেই সময়ও বিমান পরিষেবা চালু নিয়ে আলোচনা হয়েছিল। শুক্রবার দিল্লিতে এ নিয়ে বিশেষ বৈঠক হয়েছে বিদেশসচিব বিক্রম মিসরি ও চিনের উপ বিদেশমন্ত্রী সান ওয়েইডংয়ের মধ্যে। সেখানেই মিলেছে সবুজ সংকেত। সম্মত হয়েছে দু’দেশেই। ফলে মনে করা হচ্ছে, দিল্লি ও বেজিংয়ের মধ্যে সম্পর্ক কিছুটা স্বাভাবিক হওয়ার পথে।

সূত্রের খবর, দু’দিনের ভারত সফরে এসেছেন সান ওয়েইডং। শুক্রবার তিনি বৈঠক করেন বিদেশ সচিব বিক্রম মিসরির সঙ্গে। দু’দেশের নাগরিকদের উন্নতিসাধনের জন্য় তাঁরা একমত। আলোচনার পর বিমান পরিষেবা পুনরায় শুরু করা নিয়ে বিক্রম ও সান সিদ্ধান্ত চূড়ান্ত নিয়েছেন। তবে কবে থেকে এই পরিষেবা শুরু হবে, তা নিয়ে এখনও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

গত বছরের ডিসেম্বরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল চিনের বিদেশমন্ত্রী ওয়াং ইর সঙ্গে বৈঠক করেন। তাঁদের আলোচনার পর জানা যায় প্রায় চার বছর পর ফের স্বাভাবিকভাবে শুরু হবে কৈলাস-মানস সরোবর যাত্রা। তারপর বিদেশমন্ত্রক বিবৃতি দিয়ে জানায়, জুন থেকে আগস্টের মধ্যে কৈলাস-মানস সরোবর যাত্রা করতে পারবেন পুণ্যার্থীরা। এর জন্য় আজ সানকে ধন্য়বাদ জানান বিক্রম।