খালিস্তানি জঙ্গিদের মদতদাতা কানাডাকে প্রচ্ছন্ন হুমকি ভারতের

Written by SNS May 8, 2024 5:42 pm

হিংসাকে উৎসবের অঙ্গ করা সভ্য সমাজের কাজ নয়
দিল্লি, ৮ মে– কানাডার বুকে খালিস্তানি জঙ্গিদের বাড়বাড়ন্ত নিয়ে নয়াদিল্লি এবার কানাডা সরকারকে প্রচ্ছন্ন হুমকি দিয়ে বলল, হিংসাকে উৎসবের অঙ্গ করা কিংবা তা মহিমা কীর্তন করা কোনও সভ্য সমাজের কাজ নয়৷ এইভাবে কানাডাকে সতর্ক করল ভারত৷ এতদিন পাকিস্তানকে জঙ্গি মদতের বিরুদ্ধে যে ভাবে ভারত দূষত, এবার সেই একই সুরে কানাডাকে সতর্ক করে দিল বিদেশমন্ত্রক৷ বক্তব্য, গণতান্ত্রিক দেশ যারা আইনের শাসনকে মর্যাদা দেয়, তারা কখনই মতপ্রকাশের স্বাধীনতার নামে কট্টরপন্থীদের আশকারা দেয় না৷
বিতর্কের সূত্রপাত কানাডার মালটনে শিখদের নগর কীর্তনে একটি ট্যাবলোকে কেন্দ্র করে৷ সেই শোভাযাত্রায় খালিস্তানপন্থীরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কারাগারে শৃঙ্খলে বাঁধা বন্দিদশার প্রতিকৃতি বানিয়ে ট্যাবলো বের করে৷ এই ছবি ভাইরাল হতেই ভারত কানাডা নিয়ে তার অবস্থন স্পষ্ট করে দেয়৷ ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাংবাদিকদের বলেন, কানাডা সরকারকে অনুরোধ অপরাধী এবং বিচ্ছিন্নতাবাদী শক্তিকে নিরাপদ আশ্রয় এবং রাজনৈতিক মদত দেওয়া বন্ধ করা হোক৷
উল্লেখ্য, খালিস্তানি জঙ্গি নিজ্জর খুনে অভিযুক্ত তিন ভারতীয় যুবককে কয়েকদিন আগেই গ্রেফতার করে কানাডা পুলিশ৷ তাঁদের বিরুদ্ধে ফার্স্ট ডিগ্রি খুনের মামলা দায়ের হয়েছে৷ বিদেশ মুখপাত্র জয়সওয়াল বলেন, আপনারা সকলেই জানেন, আমরা বারবার আমাদের উদ্বেগের কথা কানাডা সরকারকে জানিয়েছি৷ আমাদের দেশের রাজনৈতিক নেতাদের নিয়ে পুতুল বানিয়ে শোভাযাত্রা বন্ধ করা হোক৷ কিন্ত্ত, সেদেশের সরকার বিচ্ছিন্নতাবাদী জঙ্গিদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিচ্ছে না৷ তিনি বলেন, গতবছর ভারতে আততায়ীদের হাতে নিহত এক প্রধানমন্ত্রীর খুন করার দৃশ্য তুলে ধরা হয়েছিল একটি ট্যাবলোতে৷ শুধু তাই নয়, কানাডায় কাজ করা ভারতীয় দূতদের ছবি নিয়ে ওরা রাস্তায় বেরয়৷ এতে তাঁদের প্রাণনাশের ভয় থাকে৷ তাতেও পদক্ষেপ করে না কানাডা পুলিশ৷ আমরা কানাডা সরকারকে জানিয়েছি যে, ভারতীয় কূটনীতিকরা যাতে নির্ভয়ে সেদেশে বসবাস ও কাজ করতে পারেন তার দায়িত্ব পালন করতে৷ তবে শুধু কানাডায় বসবাসকারী খালিস্তানপন্থীরাই নয়, এপ্রিলের শেষে বৈশাখী উৎসবে শিখদের জমায়েতে ভাষণ দেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো৷ তাঁর ভাষণ চলাকালীনই সমাবেশ থেকে খালিস্তানপন্থী স্লোগান উঠেছিল৷ তার পরই বিদেশমন্ত্রক নয়াদিল্লিস্থিত কানাডার ডেপুটি হাইকমিশনারকে তলব করে প্রতিবাদ জানায় সেই ঘটনার৷