• facebook
  • twitter
Friday, 5 December, 2025

নয়াদিল্লি-কানাডা সম্পর্কের বরফ গলছে, ৯ মাস পর রাষ্ট্রদূত নিয়োগ দুই দেশের

কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯০ ব্যাচের আইএফএস অফিসার দীনেশ কে পটনায়েককে কানাডায় ভারতের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত করা হয়েছে।

কানাডার সঙ্গে টালমাটাল সম্পর্ক ঠিক করার পথে একধাপ এগোল ভারত। ৯ মাসের কূটনৈতিক দূরত্ব পেরিয়ে এবার সেদেশে রাষ্ট্রদূত নিয়োগ করল নয়াদিল্লি। কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯০ ব্যাচের আইএফএস অফিসার দীনেশ কে পট্টনায়েককে কানাডায় ভারতের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত করা হয়েছে।

এই পদক্ষেপের ঠিক পরপরই কানাডার তরফে ভারতে হাইকমিশনার হিসেবে অভিজ্ঞ কূটনীতিক ক্রিস্টোফার কুটারের নাম ঘোষণা করা হয়েছে। কুটার এর আগেও ভারতে রাষ্ট্রদূতের দায়িত্ব সামলেছেন। দুই দেশের কূটনৈতিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে এই নিয়োগ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

Advertisement

গত বছরের সেপ্টেম্বরে হরদীপ সিং নিজ্জরের হত্যাকাণ্ড ঘিরে ভারত-কানাডা সম্পর্কে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছিল। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো প্রকাশ্যে এই হত্যার জন্য ভারতের বিরুদ্ধে অভিযোগ তোলেন। এর পাল্টা প্রতিক্রিয়ায় নয়াদিল্লি কানাডা থেকে তাদের রাষ্ট্রদূত ফিরিয়ে নেয় ও দিল্লি থেকে ছয়জন কানাডীয় কূটনীতিককে বহিষ্কার করে।

Advertisement

দুই দেশের কূটনৈতিক সম্পর্ক কার্যত তলানিতে গিয়ে ঠেকে। তবে চলতি বছর কানাডায় ক্ষমতায় আসা নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নির আমলে সেই সম্পর্কের হাওয়া বদলাতে শুরু করে। সম্প্রতি জি৭ সম্মেলনের প্রাক্কালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করে আমন্ত্রণ জানান কার্নি। তখনই কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক হওয়ার ইঙ্গিত মেলে।

এই প্রেক্ষিতে নয়াদিল্লির তরফে দীনেশ কে পট্টনায়েককে রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত করার সিদ্ধান্ত বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে কূটনৈতিক মহল। বর্তমানে স্পেনে ভারতের রাষ্ট্রদূত হিসেবে কর্মরত পটনায়েক অতীতে কম্বোডিয়া ও মরক্কোতেও রাষ্ট্রদূতের দায়িত্ব সামলেছেন।

এছাড়া তিনি জেনেভা, ঢাকা, বেজিং, রাষ্ট্রসঙ্ঘ ও ভারতের বিদেশমন্ত্রকেও গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক, আইআইএম কলকাতা থেকে স্নাতকোত্তর এবং ভিয়েনা থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে উচ্চশিক্ষা নেওয়া দীনেশ কে পটনায়েককে এই নতুন দায়িত্বে দেখা হচ্ছে এক আশাব্যঞ্জক সূচনা হিসেবে।

Advertisement