মেরিন ড্রাইভের একটি হােটেলের ঘরে মৃত অবস্থায় দাদরা ও নগর হাভেলির নির্দল সাংসদ মােহন দেলকর’কে উদ্ধার করা হল।
পুলিশ বলেছে, হােটেলের ঘর থেকে সুইসাইড নােট পাওয়া গেছে। ধরে নেওয়া হচ্ছে মােহন দেলকর হয়তাে আত্মহত্যা করে থাকতে পারেন।
Advertisement
তিনি দাদরা ও নগর হাভেলির থেকে কংগ্রেসের সাত বারের সাংসদ ছিলেন। শুধু তাই নয়, দাদার ও নগর হাভেলির কংগ্রেস সভাপতি ছিলেন।
Advertisement
জাতীয় নির্বাচনে লড়াই করার জন্য তিনি ২০১৯ সালে কংগ্রেস থেকে বেড়িয়ে নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে জয় লাভ করেন। ২০০৪ সাল থেকে তিনি দাদরা ও নগর হাভেলির প্রতিনিধিত্ব করছেন সংসদে। তার দুটি সন্তান রয়েছে।
পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তের পর মনে করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। কেননা ঘটনাস্থল থেকে সুইসাইড নােট পাওয়া গেছে। তদন্ত চলছে। ময়নাতদন্তের পরই মৃত্যুর আসল কারণ স্পষ্ট হবে। পাশাপাশি, তিনি কর্মীবর্গ, জন অভিযােগ, আইন ও ন্যায় বিচার সংক্রান্ত মন্ত্রকের স্টান্ডিং কমিটির সদস্য ছিলেন।
Advertisement



