১৭ অগস্ট থেকে দুধের দাম বাড়ায় নতুন দাম জানালো মাদার ডেয়ারি ও আমূল

Written by SNS August 16, 2022 6:00 pm

দিল্লি, ১৬ আগস্ট — দুধের দাম বৃদ্ধির কথা জানালো আমূল ও মাদার ডেয়ারি। মূলত উৎপাদন  ও সংগ্রহের খরচ বৃদ্ধির জন্যই দাম বাড়ানো প্রয়োজন জানালো সংস্থা।  নতুন দাম হিসাবে আমূলের তরফে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ, মুম্বই, দিল্লি এনসিআর, গুজরাটের আহমেদাবাদ, সৌরাষ্ট্র এবং আরও যে সমস্ত রাজ্যে প্রায়  সর্বত্রই ১৭ আগস্ট থেকে দুধের দাম লিটার প্রতি ২ টাকা করে বাড়বে।

দাম বাড়ার পর ৫০০ মিলিলিটার আমূল গোল্ড দুধের দাম হবে ৩১ টাকা, আমূল তাজার দাম হবে ২৫ টাকা এবং আমূল শক্তির দাম হতে চলেছে ২৮ টাকা।

আর বুধবার থেকে মাদার ডেয়ারির ফুল ক্রিম দুধের দাম হবে ৬১ টাকা প্রতি লিটার, যা প্রতি লিটার ৫৯ টাকা করে ছিল।  টোনড দুধের দাম বাড়বে ৫ টাকা, আর ডাবল টোনড দুধের দাম বেড়ে ৪৫ টাকা হবে প্রতি লিটার। গরুর দুধের দাম বাড়িয়ে লিটার প্রতি ৫৩ টাকা করা হয়েছে।

দুধের দাম বাড়ায় মধ্যবৃত্তের মাথায় হাত ,কারণ ছোট্ট শিশুদের দুধ অত্যন্ত প্রয়োজন তাই সাধারণ মানুষের অসুবিধে দেখা দিয়েছে।