• facebook
  • twitter
Saturday, 14 December, 2024

কলকাতা থেকে শুরু হল আমুলের ক্লিন ড্রাইভ র‍্যালি

এই অনুষ্ঠানটিতে মোট ৪টি মেগা র‍্যালির আয়োজন করা হবে, যেগুলি সম্মিলিতভাবে মোট ৫ হাজার কিমি পথ অতিক্রম করবে।

আমুল ক্লিন ফুয়েল র‍্যালি। নিজস্ব চিত্র।

প্রতি বছর ২৬ নভেম্বর ভারতে দুগ্ধ বিপ্লবের প্রাণপুরুষ ড. ভার্গিস কুরিয়েনের জন্মবার্ষিকী উপলক্ষে পালন করা হয় ‘জাতীয় দুগ্ধ দিবস’। এই দিনটি উদযাপন করতে এবং পরিষ্কার জ্বালানির প্রয়োজনীয়তা সম্পর্কে সবাইকে সচেতন করতে ভারতের শীর্ষ দুগ্ধ ও দুগ্ধজাত দ্রব্য প্রস্তুতকারক সংস্থা আমুল একটি গাড়ির র‍্যালি অনুষ্ঠানের আয়োজন করেছে। ‘আমুল ক্লিন ফুয়েল র‍্যালি’ নামক এই অনুষ্ঠানটি দুই শীর্ষ যানবাহন প্রস্তুতকারী সংস্থা মারুতি সুজুকি এবং বাজাজ অটো-র সহযোগিতায় আয়োজিত হবে।

এই অনুষ্ঠানটিতে মোট ৪টি মেগা র‍্যালির আয়োজন করা হবে, যেগুলি সম্মিলিতভাবে মোট ৫ হাজার কিমি পথ অতিক্রম করবে। ৪টি প্রধান জায়গা থেকে এই র‍্যালিগুলো শুরু হবে – গুজরাটের হিম্মতনগর, কলকাতা, পুনে এবং জম্মু। সবকটি র‍্যালি ২৬ নভেম্বর, অর্থাৎ জাতীয় দুগ্ধ দিবসের দিন নয়া দিল্লিতে গিয়ে শেষ হবে।

১৮ নভেম্বর কলকাতার ইকো পার্ক থেকে মারুতি সুজুকির সাসটেইনেবিলিটির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট শ্রী রঞ্জিত সিংহ এবং জিসিসিএমএফ (আমুল)-এর চিফ জেনারেল ম্যানেজার শ্রী মনোরঞ্জন পানির উপস্থিতিতে কলকাতা র‍্যালিটির যাত্রা শুরু হয়। কলকাতা থেকে শুরু হয়ে এই র‍্যালিটি ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশ হয়ে প্রায় ২০০০ কিলোমিটার পথ পাড়ি দেবে। আমুলের ২৪ জনের একটি অংশগ্রহণকারী দল মারুতি সুজুকি বায়ো সিএনজি গাড়িতে করে ঘুরে ঘুরে বিভিন্ন কৃষক, দুগ্ধ সমবায় এবং স্থানীয় মানুষের সঙ্গে সংযোগ স্থাপন করবে এবং দুগ্ধ শিল্পে ডঃ কুরিয়েনের অবদান সম্পর্কে তাঁদের সচেতন করবে।

সুজুকি মোটর কর্পোরেশনের ম্যানেজিং অফিসার মিঃ কেনিচিরো তোয়োফুকু জানান, ‘ পরিষ্কার জ্বালানি ব্যবহার করে কার্বন নির্গমণ কমাতে এবং মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে মারুতি সুজুকি ক্লিন ফুয়েল র‌্যালির দ্বিতীয় সংস্করণে আমুল-এর সঙ্গে যোগদান করেছে।’

প্রসঙ্গত, সুজুকি আমুলের সঙ্গে সহযোগিতা করে গুজরাটে ৪টি বায়ো-সিএনজি প্ল্যান্ট তৈরি করার পরিকল্পনাও করছে। সেই সঙ্গে ২৫ নভেম্বর দিল্লিতে আন্তর্জাতিক সমবায় জোট (ইন্টারন্যাশনাল কো-অপারেটিভ অ্যালায়েন্স)-এর বৈঠকে ২০২৫-কে ‘আন্তর্জাতিক সমবায় বর্ষ’ হিসেবে ঘোষণা করা হবে।