• facebook
  • twitter
Monday, 15 December, 2025

তৃণমূল সাংসদদের প্রশ্নের জবাবে কেন্দ্র জানাল, রেশন ডিলারদের কমিশন বাড়বে না

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাই প্রহ্লাদ মোদী, যিনি নিজেই রেশন ডিলার এসোসিয়েশন-এর ভাইস প্রেসিডেন্ট, তিনি 'স্টেটসম্যান'কে জানালেন, 'কেন্দ্র সরকার কোনোদিনই রেশন ডিলারদের কমিশন দেওয়ার পক্ষে ছিল না।

প্রতিনিধিত্বমূলক চিত্র

মীনাক্ষী ভট্টাচার্য, দিল্লি, ৩১ জুলাই– কেন্দ্রের প্রকল্প কিন্তু সাধারণ মানুষের স্বার্থে সফল করার কাজে যুক্ত রাজ্য সরকার। অথচ মূল্যবৃদ্ধির এই চড়া বাজারেও রেশন ডিলারদের কমিশন বাড়ানো হবে না বলেই জানিয়ে দিল কেন্দ্র। কার্যত রাজ্য সরকারের ঘাড়ে দায়িত্ব চাপিয়ে নিজেদের দায় ঝেড়ে ফেলল মোদী সরকার।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাই প্রহ্লাদ মোদী, যিনি নিজেই রেশন ডিলার এসোসিয়েশন-এর ভাইস প্রেসিডেন্ট, তিনি ‘স্টেটসম্যান’কে জানালেন, ‘কেন্দ্র সরকার কোনোদিনই রেশন ডিলারদের কমিশন দেওয়ার পক্ষে ছিল না। আমরা দিল্লিতে ধরনা-প্রদর্শন করার পর কেন্দ্রকে ‘ফিফটি-ফিফটি’ অর্থাৎ আধাআধি পয়সা দিতে রাজি করানো হয়েছিল। এখন কেন্দ্র রেশন ডিলারদের কমিশন বাড়াতে না চাইলে আমাদের আর কিছু করার নেই।’ তিনি আরও বলেন, ‘অনেক রাজ্য তাদের নিজেদের রাজ্যের মানুষদের স্বার্থে রেশন ডিলারদের কমিশন বাড়িয়ে দিয়েছে।’

Advertisement

তৃণমূলের দুই সাংসদ সৌগত রায় এবং মালা রায় পৃথক দুই লিখিত প্রশ্নে জানতে চান, ‘কেন্দ্র রেশন ডিলারদের কমিশন বাড়াবে কি না?’

Advertisement

জবাবে কেন্দ্রীয় মন্ত্রী জানালেন, ‘রেশন দোকানদারদের কমিশন বাড়াতে হলে রাজ্য সরকার বাড়াক, কেন্দ্র সরকার বাড়াতে পারবে না।”

উল্লেখ্য, গোটা দেশে এই মুহূর্তে ৫ লক্ষ ৪৩ হাজার ২৫৯ রেশন দোকান রয়েছে। যার মধ্যে পশ্চিমবঙ্গে ২০ হাজার ৪৭৬ রেশন দোকান আছে। কেন্দ্রের ‘প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা’য় খাদ্যশস্য বিতরণের জন্য দোকানদাররা পান কিলো প্রতি মাত্র ৯০ পয়সা কমিশন। পাহাড়ি এলাকায় ১ টাকা ৮০ পয়সা। এর মধ্যে কেন্দ্র সরকার কিলো প্রতি মাত্র ৪৫ পয়সা কমিশন দেয় এবং পাহাড়ি এলাকায় কিলো প্রতি মাত্র ৯০ পয়সা কমিশন দেয়।

Advertisement