ফের দিল্লিতে ওমিক্রন আক্রান্তের হদিশ ভারতে আক্রান্ত বেড়ে ৩৩

কলকাতা বিমানবন্দরেও এই ছাঁকনি ব্যবস্থা চালু হয়েছে। যদিও গতকাল একটি রিপোর্টে দক্ষিণ আফ্রিকার বিজ্ঞানীরা দাবি করেছেন, কোভিডের এই স্ট্রেন যথেষ্ট কম শক্তিশালী।

Written by SNS Delhi | December 12, 2021 2:40 pm

দিল্লিতে দ্বিতায় ওমিক্রন আক্রান্তের হাদশ মিলল । গত রবিবার প্রথম ওমিক্রন আক্রান্তের খবর পাওয়া গিয়েছিল রাজধানীতে। এর ফলে দেশে মোট কোভিডের এই নতুন ভ্যারিয়েন্টে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো তেত্রিশ।

তামিলনাড়ু, গুজরাত, মহারাষ্ট্র ও দিল্লিতে আক্রান্তদের খোঁজ মিলেছে। দিল্লিতে দ্বিতীয় আক্রান্ত জিম্বাবোয়ে থেকে সম্প্রতি দেশে ফিরেছেন। ভারতে আসার আগে তিনি দক্ষিণ আফ্রিকা গিয়েছিলেন।

ওই রোগীর জিনোম পরীক্ষা করে ওমিক্রন সংক্রমণ ধরা পড়েছে। তাকে দিল্লির লোকনায়ক জয়প্রকাশ নারায়ণ হাসাপাতালে ভর্তি করানো হয়েছে। ওমিক্রণ আক্রান্তদের প্রায় সকলেই বিদেশ ফেরত। দেশে ফেরার পর এই আক্রান্তরা কাদের সংস্পর্শে এসেছিলেন, তাঁদেরও চিহ্নিত করা হচ্ছে।

তবে এও ঠিক, শুক্রবার মহারাষ্ট্রের ন’জন রোগী ওমিক্রন নেগেটিভ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। ওমিক্রন নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সব দেশকেই সতর্ক করেছে। দেশের একাধিক রাজ্য সরকার বিপজ্জনক দেশগুলিকে চিহ্নিত করে সে দেশ থেকে যাঁরা আসছেন তাদের জন্য ব্যবস্থা নিচ্ছে।

কলকাতা বিমানবন্দরেও এই ছাঁকনি ব্যবস্থা চালু হয়েছে। যদিও গতকাল একটি রিপোর্টে দক্ষিণ আফ্রিকার বিজ্ঞানীরা দাবি করেছেন, কোভিডের এই স্ট্রেন যথেষ্ট কম শক্তিশালী।