• facebook
  • twitter
Wednesday, 4 December, 2024

নাগাল্যান্ডে পুরসভায় মহিলা সংরক্ষণে সায়

কোহিমা, ১১ নভেম্বর– ৩৩ শতাংশ মহিলা সংরক্ষণের পথে নাগাল্যান্ড পুরসভা৷ শনিবার মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণের শর্ত বজায় রেখেই নতুন পুর আইন সংক্রান্ত বিল সর্বসম্মত ভাবে পাশ করল রাজ্য বিধানসভা৷ অবশ্য নতুন আইনে পুর চেয়ারপার্সন পদে মহিলাদের জন্য সংরক্ষণ ও সম্পত্তি বাবদ পুরকর দেওয়ার বিষয়দু’টি বাদ রাখা হয়েছে৷ রাজ্যের মহিলাদের জন্য এক-তৃতীয়াংশ আসন সংরক্ষণ

কোহিমা, ১১ নভেম্বর– ৩৩ শতাংশ মহিলা সংরক্ষণের পথে নাগাল্যান্ড পুরসভা৷ শনিবার মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণের শর্ত বজায় রেখেই নতুন পুর আইন সংক্রান্ত বিল সর্বসম্মত ভাবে পাশ করল রাজ্য বিধানসভা৷ অবশ্য নতুন আইনে পুর চেয়ারপার্সন পদে মহিলাদের জন্য সংরক্ষণ ও সম্পত্তি বাবদ পুরকর দেওয়ার বিষয়দু’টি বাদ রাখা হয়েছে৷
রাজ্যের মহিলাদের জন্য এক-তৃতীয়াংশ আসন সংরক্ষণ করা নিয়ে বিভিন্ন মহলে প্রতিবাদের জেরে দু’দশক ধরে নাগাল্যান্ডে পুরভোট হচ্ছে না৷ এ বছর সুপ্রিম কোর্টের নির্দেশে পুরভোটের দিন ঘোষণার পরেও ভোট বাতিল হয়৷ সংশ্লিষ্ট পুর আইনই বাতিল করে রাজ্য সরকার৷ তবে সুপ্রিম কোর্টের নির্দেশেই সরকার নতুন পুর আইন তৈরি করেছে৷ বিধানসভার জরুরি অধিবেশনে বৃহস্পতিবার তা নিয়ে আলোচনা হয়৷
নতুন বিলেও সুপ্রিম কোর্টের সুপারিশ মেনে মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণের কথা রয়েছে৷ উপ-মুখ্যমন্ত্রী টি আর জেলিয়াং, এনসিপির পিকটো সোহে, জেডিইউয়ের জুয়েংগা সেব, বিজেপির মন্ত্রী ইমকং ইমচেন, এনিপিপির নুকলু তোশি-সহ সকলে বিলের পক্ষে মত দেন৷ সকলেই বলেন, ২২ বছর ধরে রাজ্যে পুরভোট হচ্ছে না৷ জনতা ও সংগঠনকে নতুন আইন মেনে পুরভোটে অংশ নেওয়ায় আহ্বান জানান সব দলের মন্ত্রী-বিধায়কেরা৷