নতুন গাড়ি কিনলে মিলতে পারে তুমুল ছাড় বড় ঘােষণা কেন্দ্রের

এবারের বাজেটেই কেন্দ্র জানিয়েছিল পুরনাে গাড়ি সংক্রান্ত নীতির কথা। অর্থবর্ষ ২০২১-২২ বাজেটে নির্মলা সীতারামন ঘােষণা করেছিলেন স্ক্র্যাপেজ পলিসির।

Written by SNS Delhi | March 9, 2021 7:34 pm

কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রী নিতিন গডকরি (ছবি: SNS)

এবারের বাজেটেই কেন্দ্র জানিয়েছিল পুরনাে গাড়ি সংক্রান্ত নীতির কথা। অর্থবর্ষ ২০২১-২২ বাজেটে নির্মলা সীতারামন ঘােষণা করেছিলেন স্ক্র্যাপেজ পলিসির। এবার সেই সংক্রান্ত বড় ঘােষণা করলেন কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রী নিতিন গডকরি।

কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, যদি স্ক্র্যাপেজ পলিসি মেনে পুরনাে গাড়ি নতুন গাড়ি কেনা হয় তাহলে মিলবে পাঁচ শতাংশ ছাড়। নতুন এই নীতিতে ব্যক্তিগত গাড়ি ২০ বছর ও ব্যবসায়িক গাড়ি ১৫ বছর হলেই তার ফিটনেস পরীক্ষা করা হবে।

এই পরীক্ষাগুলি হবে পাব্লিক-প্রাইভেট পার্টনারশিপ বা পিপিপি মডেলে। এ ক্ষেত্রে রাজ্য সরকার ও বেসরকারি সংস্থাকেও সাহায্য করবে কেন্দ্র। নিতিন গড়করি বারবার স্ক্র্যাপেজ পলিসিতে জোর দেওয়ার কথা বলেছেন।

তাঁর মতে এই নীতির ফলে ঘুরে দাঁড়াবে করােনা মহামারীর সময় ঝিমিয়ে পড়া অটোমােবাইল শিল্প। গড়করির কথা অনুযায়ী প্রায় ৩০ শতাংশ উন্নতি হবে অটোমােবাইল শিল্পে। ফলে আগের চেয়ে দ্বিগুণেরও বেশি ব্যবসা বাড়বে এই শিল্পে।