প্যান কার্ডের আবেদনে রূপান্তরকামীদের পরিচয়পত্র গ্রাহ্য হবে , সুপ্রিম কোর্টকে জানাল কেন্দ্র
আধার কার্ডের পর এবার প্যান কার্ডের ক্ষেত্রেও বৈধ নথি হিসাবে গ্রাহ্য হবে রূপান্তরকামীদের পরিচয় শংসাপত্র। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের বিচারপতি সুধাংশু ধুলিয়া ও বিচারপতি এহসানউদ্দিন আমানউল্লাহর বেঞ্চ জানিয়েছে, কেন্দ্রীয় সরকার নীতিগত ভাবে বিষয়টিতে সমর্থন জানিয়েছে। তবে বিষয়টি আরও স্বচ্ছ ও স্পষ্ট করতে কেন্দ্রকে প্যান সংক্রান্ত নিয়মবিধিতে এটি উল্লেখ করার পরামর্শ দিয়েছে শীর্ষ আদালত।