ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌরের বিরুদ্ধে শাস্তির কথা ঘোষণা করা হল আইসিসির পক্ষ থেকে।

Written by SNS July 26, 2023 10:52 am

ভারত:- ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌরের সরকারিভাবে শাস্তির কথা ঘোষণা করা হল আইসিসির পক্ষ থেকে। বাংলাদেশের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে অভব্য আচরণের জন্য বড় শাস্তির মুখে পড়লেন ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর। ভারত অধিনায়কের অক্রিকেটীয় ব্যবহার যে আইসিসি হালকাভাবে নিচ্ছে না, তার আভাস আগেই পাওয়া গিয়েছিল। সূত্রের খবর, মঙ্গলবার আইসিসির পক্ষ একটি বিবৃতি জারি করা হয়। সেখানেই হরমনপ্রীতের শাস্তির কথা ঘোষণা করা হয়। আইসিসির পক্ষ থেকে বিবৃতিতে জানানো হয়েছে, ‘বাংলাদেশের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে আদর্শ আচরণ বিধি লঙ্ঘন করেছেন হরমনপ্রীত কৌর। এরফলে আগামী দুটি আন্তর্জাতিক ম্যাচে খেলতে পারবেন না ভারত অধিনায়ক। সেইসঙ্গে ৪ ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়েছে। পাশাপাশি তার পুরনো শাস্তি ও বহাল থাকছে।’ ভারত বাংলাদেশ তৃতীয় একদিনের ম্যাচে আউট হওয়ার পর উত্তেজিত হয়ে এবং মেজাজ হারিয়ে স্যাম্পে ব্যাট দিয়ে আঘাত করেন ভারত অধিনায়ক। এমনকি সাজঘরে ফেরার সময় অশ্লীল অঙ্গভঙ্গিও করেন। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে সরাসরি প্রশ্নও তুলেছিলেন। হরমনপ্রীতের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তাদের সঙ্গে তার আচরণ খুব একটা ভালো ছিল না। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তার বিরুদ্ধে যে কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে তার আভাস পাওয়া গিয়েছিল। ইতিমধ্যেই হরমনপ্রীতের ম্যাচ ফি-র ৭৫ শতাংশ জরিমানা করা হয়েছে। এছাড়াও আগামী ২৪ মাস তাঁকে আইসিসির নজরদারিতে থাকতে হবে।