১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় ভারতীয় জওয়ানদের কনভয়ে নৃশংস হামলা চালিয়েছিল পাকিস্তান আশ্রিত জঙ্গিরা। সেই ঘটনায় ১০০ ঘণ্টার মধ্যে কাশ্মীর থেকে ঘটনার সঙ্গে জড়িত বাকি জঙ্গিদেরও খুঁজে বার করে ভারতীয় সেনা। এর সঙ্গে সঙ্গেই ২৬ ফেব্রুয়ারির ভাের রাতে পাকিস্তানের বালাকোটে জঙ্গি শিবিরে হামলা চালিয়ে সফলভাবে ফিরে আসে বায়ুসেনার ১২টি মিরাজ যুদ্ধবিমান।
ফের একবার সেই স্মৃতি উস্কে ‘বালাকোট বম্ব’ কিনছে ভারত।সূত্রের দাবি, ভারতীয় বায়ুসেনার তরফে মােট ১০০টি বালাকোট বম্ব কেনা হচ্ছে। ইজরায়েলের কাছ থেকে এই অস্ত্র কিনছে ভারতীয় বায়ুসেনা।
Advertisement
মোট ৩০০ কোটি টাকার চুক্তি হয়েছে ইজরায়েল ও ভারতের। মূলত বালাকোট বম্ব বলে যাকে উল্লেখ করা হচ্ছে, তা আসলে ‘স্পাইস বম্ব’ নামে পরিচিত। প্রসঙ্গত, ‘আপৎকালীন ক্ষমতা’র আওতায় থেকে ইজরায়েলের সঙ্গে এই অস্ত্র কেনার চুক্তি করছে ভারত।
Advertisement
মূলত, এই বালাকোট বম্বগুলি ৬০ কিলােমিটার দূরে গিয়ে তা শত্রুকে আঘাত করতে পারে। এর মধ্যে অসামান্য ‘সিন ম্যাচিং’ ক্ষমতা রয়েছে। যা ‘ইলেক্ট্রো অপটিক্যাল ইমেজ’ পদ্ধতির দ্বারা সম্পন্ন হয়ে থাকে। ফলে এই বম্বের নিশানা থেকে কেউ পার পেতে পারে না।
Advertisement



