• facebook
  • twitter
Monday, 11 November, 2024

বাংলার পর উত্তরপ্রদেশে, স্ত্রীর কাটা মাথা হাতে ঘুরল স্বামী

লখনউ, ১৬ ফেব্রুয়ারি–  ১৪ ফেব্রুয়ারি বাংলায় মেদিনীপুরের চিস্তিপুরে স্বামীর হাতে ভয়ঙ্কর পরিণতির শিকার হতে হয়েছিল স্ত্রীকে৷ স্ত্রীর মাথা কেটে গোটা গ্রাম ঘুরে বেরিয়েছিলেন স্বামী৷ তার রেশ কাটতে না কাটতেই উত্তরপ্রদেশেও সেই একই দৃশ্য দেখা গেল বৃহস্পতিবার৷ স্ত্রীর কাটা মাথা হাতে নিয়ে ঘুরে বেড়াল অনিল নামের এক ব্যক্তি৷ এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যাচ্ছে,

লখনউ, ১৬ ফেব্রুয়ারি–  ১৪ ফেব্রুয়ারি বাংলায় মেদিনীপুরের চিস্তিপুরে স্বামীর হাতে ভয়ঙ্কর পরিণতির শিকার হতে হয়েছিল স্ত্রীকে৷ স্ত্রীর মাথা কেটে গোটা গ্রাম ঘুরে বেরিয়েছিলেন স্বামী৷ তার রেশ কাটতে না কাটতেই উত্তরপ্রদেশেও সেই একই দৃশ্য দেখা গেল বৃহস্পতিবার৷ স্ত্রীর কাটা মাথা হাতে নিয়ে ঘুরে বেড়াল অনিল নামের এক ব্যক্তি৷ এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, আট বছর আগে ওই মহিলার সঙ্গে বিয়ে হয়েছিল অভিযুক্তের৷ কিন্ত্ত তাঁরা আলাদাই থাকতেন৷ অভিযুক্ত অনিলের সন্দেহ ছিল, স্ত্রী পরকিয়ায় জডি়য়েছে৷ আর এর পরই সে তাঁর মাথা কেটে খুন করে বলে দাবি পুলিশের৷ ওই দম্পতির দুই সন্তান রয়েছে৷ অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে৷ তাকে জিজ্ঞাসাবাদ করে বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারীরা৷