বৈদ্যুতিক শকে অজ্ঞান বাঁদরকে সিপিআর দিয়ে প্রাণে বাঁচালেন যুবক। তেলেঙ্গানার মাহাবুবাবাদ জেলা থেকে একটি মন ভালো করা ভিডিও সামনে এসেছে। ভিডিওতে দেখা যাচ্ছে, এক যুবককে বানরকে সিপিআর দিচ্ছেন। বলা হচ্ছে, বানরটি বিদ্যুৎস্পৃষ্ট হয়েছিল। এরপর অজ্ঞান হয়ে পড়ে যায় সে। বানরটি মারা যেতে পারে ভেবেই যুবকটি বানরকে সিপিআর দিতে থাকে। পাশে দাঁড়িয়ে থাকা একজন পুরো ঘটনার একটি ভিডিও তৈরি করেছে, যা এখন সোশাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে।
স্থানীয় সূত্রে খবর, মাহাবুবাবাদ জেলার সিরোলু মণ্ডলে সিপিআর দিয়ে বানরের প্রাণ বাঁচালেন এক যুবক। একটি বানর একটি পরিত্যক্ত ভবনের ওপর ঘুরে বেড়াচ্ছিল। ঘোরাঘুরি করতে করতে হঠাৎই তারের সংস্পর্শে আসে সে। তার ছেড়ে যাওয়ার সাথে সঙ্গে সঙ্গে শক্তিশালী বৈদ্যুতিক শক খায় বাঁদরটি। তারপরে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। বানরটি পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত লোকজন তাকে বাঁচানোর চেষ্টা করে। সবাই ভেবেছিল বানরটি মারা গিয়েছে।
Advertisement
সেই সময় পাশে দাঁড়িয়ে থাকা নাগরাজু নামে এক যুবক বানরকে সিপিআর দিতে থাকেন। বানরকে একটানা সিপিআর দেওয়ার পর তার জ্ঞান ফিরে আসে। বানরের জ্ঞান ফেরার সঙ্গে সঙ্গে সে লাফিয়ে চলে যায়। জ্ঞান ঘটনাস্থলে উপস্থিত মানুষজন নাগরাজুকে অভিনন্দন জানান। তিনি বুদ্ধিমত্তা দেখিয়ে সময়মতো বানরটিকে সিপিআর দিয়ে জীবন রক্ষা করেন। ঘটনার ভিডিও সোশাল মিডিয়ায় বেশ ভাইরাল হচ্ছে। অনেকেই বলছেন্ম বানরের প্রাণ বাঁচিয়ে মানবতার পরিচয় দিয়েছেন ওই যুবক।
Advertisement
ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, যুবকের প্রশংসা করছেন সবাই। যুবকের সচেতনতা ও সাহসিকতার কারণে অবলা প্রাণীর জীবন রক্ষা পেয়েছে। সমাজকে এগিয়ে নিতে প্রকৃতির প্রতি মানুষের ভালোবাসা এবং প্রাণীদের প্রতি ভালোবাসা খুবই জরুরি। এক যুবকের বানর বাঁচানোর ঘটনা তারই বড় উদাহরণ।
Advertisement



