বিশ্বে হার্ড ইমিউনিটি এখনও ঢের দূরে, জানালাে হু 

হু (বিশ্ব স্বাস্থ্য সংস্থা) জানিয়ে দিলাে টিকা এসে গেলেও থাকতে হবে সাবধানে। মানতে হবে করোনা সুরক্ষাবিধি। কেননা, হার্ড ইমিউনিটি এখনও ঢের দূরে। 

Written by SNS Geneva | January 15, 2021 12:00 pm

প্রতিকি ছবি (File Photo: AFP)

করােনা টিকা নিয়ে প্রত্যাশিতভাবেই হইচই পড়ে গিয়েছে বিশ্বজুড়ে। মানুষ এখন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। ভাবছেন, দুঃখের দিন বােধহয় শেষ হতে চললাে। ভারতেও টিকা একেবারে দোরগােড়ায়।

এমতাবস্থায় হু (বিশ্ব স্বাস্থ্য সংস্থা) জানিয়ে দিলাে টিকা এসে গেলেও থাকতে হবে সাবধানে। মানতে হবে করোনা সুরক্ষাবিধি। কেননা, হার্ড ইমিউনিটি এখনও ঢের দূরে। 

বিশ্বজুড়ে করােনার টিকাকরণ শুরু হলেও হার্ড ইমিউনিটি গড়ে ওঠার এখনই কোনও সম্ভাবনা নেই, এমনটাই জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। 

সম্প্রতি সংবাদমাধ্যমের মুখােমুখি হয়ে হু’র মুখ্য গবেষক সৌম্য স্বামীনাথন বলেন ২০২১-এর মধ্যে হার্ড ইমিউনিটি গড়ে ওঠা সম্ভব নয়, তাই তার পরামর্শ, টিকা এসে গেলেও আগের মতাে সতর্কতা মেনেই চলছে হবে।

সৌম্য জানিয়েছেন করােনা সংক্রমণ থেকে বাঁচতে হলে সােশ্যাল ডিসটান্সিং বজায় রাখতে হবে। ঘন ঘন হাত ধােয়া এবং মাস্ক পরে থাকাও বাঞ্ছনীয়।