করােনা ভ্যাকসিন ডােজ নেওয়ার দু’সপ্তাহের মধ্যেই করােনায় আক্রান্ত হয়েছিলেন হরিয়ানার স্বাস্থ্যমন্ত্রী অনিল ভিজ। মঙ্গলবার সন্ধ্যার পর তাঁর শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় রাতেই তাঁকে ভর্তি করা হয়। গুরগ্রামের মেদান্ত হাসপাতালে।
কেবল হরিয়ানা রাজ্যের মন্ত্রী বলে নন, হরিয়ানায় তিনিই প্রথম ভারত বায়ােটেকের তৈরি করােনা ভ্যাকসিন কোভ্যাকসিনের ডােজ নিয়েছিলেন। পরে তিনি করােনা আক্রান্ত হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়।
Advertisement
শনিবার তাঁকে রােহতকের একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে প্লাজমা থেরাপি করা হয় তাঁর ওপর। কিন্তু অসুস্থতা ক্রমশ বাড়তে থাকায় মঙ্গলবার রাতে মেদান্ত হাসপাতালে হরিয়ানার স্বাস্থ্যমন্ত্রীকে ভর্তি করা হয়েছে।
Advertisement
Advertisement



